দিনকয়েক আগে সমালোচিত হয়েছিলেন মোহাম্মদ শামি। ভারতীয় এই ক্রিকেটার স্লিভলেস পোশাক পরিহিতা স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন ফেসবুক আর টুইটারে। একজন মুসলিমের স্ত্রীর এমন পোশাক নিয়ে আলোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু শামি তেমন সমালোচনা পাত্তা দিতে নারাজ।
নতুন বছরে ভারতীয় এই ক্রিকেটার ফের স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করলেন। এর আগে ক্রিকেটপ্রেমীদের আক্রমণে মাথা ঠাণ্ডা রাখেন শামি। এবারো একটু কৌশলী হলেন ভারতীয় এই ক্রিকেটার। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাতে টুইটারে স্ত্রীর সঙ্গেই একটি ছবি পোস্ট করলেন তিনি। একইসঙ্গে স্ত্রীকে ভালবাসার কথাও শোনালেন।
এর আগে সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ টুইটারে কয়েকটি ছবি পোস্ট করতে গিয়ে সমালোচনায় পড়েন। গত ৩০ ডিসেম্বর সকালের রোদের শরীর চর্চার চারটি ছবি টুইটারে পোস্ট করেন তিনি। টুইটে লিখেন, ‘সূর্যনমস্কার শরীরের জন্য দারুণ কার্যকরী।’
তারপর অনেকে লিখেন ‘ইসলাম ধর্মে এভাবে সূর্যকে নমস্কার নিষিদ্ধ। একমাত্র আল্লাহ ছাড়া কারও সামনে আমরা নিচু হতে পারি না।’ অনেকে রেফারেন্স তুলে ধরেন। এনিয়ে রীতিমতো ঝড় বয়ে যায়। এ অবস্থায় কাইফ-শামি দুজনই বিপাকে আছেন।
Discussion about this post