ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের অ্যাশেজ দিয়েই টেস্ট ক্রিকেটে নতুন এক দিগন্তের সূচনা হয়েছে। পাঁচদিনের সাদা পোশাকের ক্রিকেটেরনতুনত্ব দিতেই বেশ কিছু পরিবর্তন এনেছে আইসিসি। তার পথ ধরে শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। কিচু নিয়মের সঙ্গে বদলে গেছে ক্রিকেটারদের জার্সি।
টেস্টকে আরো প্রাণবন্ত করতে শত বছরেরও বেশি পুরনো প্রথা ভেঙে সাদা জার্সির পেছনে নাম ও নম্বর যুক্ত করা হয়েছে। তার পথ ধরে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিও পাল্টে গেল। আগামী বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নতুন জার্সিতে মাঠে নামবেন সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজরা।
সেই জার্সি উন্মোচন করা হয়েছে মঙ্গলবার। বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফেসবুক পেজে সেই জার্সিতে পোজও দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক সাকিব পেয়েছেন তার পছন্দের নম্বর ৭৫।
জার্সি নিয়ে জাতীয় দলের টিম ম্যানেজার সাব্বির খান জানান, ‘খেলোয়াড়রা জার্সির নাম ও নম্বরে উচ্ছ্বসিত, ‘আজই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন টেস্ট জার্সি। সীমিত পরিসরের ক্রিকেটে যে নম্বরে সাকিব-মুশফিকরা মাঠে নামেন, টেস্ট ক্রিকেটে একই নম্বর পেয়েছেন।’
তবে বৃহস্পতিবারই টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরু হবে না টাইগারদের। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট বিশ্বকাপ শুরু করবে টাইগাররা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারত আর ওয়েস্ট ইন্ডিজের পথ ধরে টেস্ট বিশ্বকাপ শুরু করতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে টাইগার ক্রিকেটারদের।
Discussion about this post