ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরের মাঠে যে কোন ফরম্যাটের ক্রিকেটে দারুণ শক্তিশালী ভারত। এর প্রমাণ দলটি আরও বেশি দিয়েছে গত কয়েক বছর টানা ১১ টেস্ট সিরিজ জেতার রেকর্ড গড়ে। সে ধারাবাহিকতায় দলটি এখন আবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে। টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানে বৃহস্পতিবার সেই দলটির মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ভয় পাওয়ার কথা টাইগারদের। কিন্তু না। বুধবার ইন্দোরে সংবাদ সম্মেলনে লাল-সবুজদের নতুন অধিনায়ক মুমিনুল হক উল্টো জানিয়ে দিলেন, কোন চাপে নেই। আমরা উপভোগের মন্ত্রে বিরাট কোহলির দলের মোকাবেলা করতে চাই।
ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের মতো টেস্টেও বাংলাদেশ পাচ্ছে না দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। তাই তাদের অভাবটা বেশ টেরও পাচ্ছে সফরকারীরা। তবে এজন্য কোন মানসিক চাপ অনুভ্ করছেন না মুমিনুল, ‘আমাদের হারানোর কিছু নেই। তাই আমরা চাপেও বেশি থাকব না। প্রত্যাশা নেই মানে এই না যে জয়ের আশায় নেই আমরা। সবাই জিততেই মাঠে নামবে। আমরা ভারতের মাটিতে যে সুযোগটা পাচ্ছি, সেটাকে উপভোগ করতে চাই।’
সাকিব-তামিম নেই। অবশ্য তাদের নিয়ে ভাবনা রয়েছে। তবে এ টেস্ট সিরিজে যারা রয়েছেন তাদেরকে নিয়ে ভালো করতে মুখিয়ে মুমিনুল, ‘আমার মনে হয়, দুই জনের জায়গায় এখানে তিন জন খেলোয়াড় নাই। সাকিব ভাই তো একজনের জায়গায় দুইজন, সাথে নাই তামিম ভাইও। হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং হবে। তবে যারা নেই তাদের নিয়ে পড়ে থাকলে তো হবে না। যারা আছে তাদের নিয়েই আমাদের খেলতে হবে। এখন সবাই অনেক বেশি মনোযোগী। আমার মনে হয়, সবাই অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলবে।’
সাকিব নেই। তাই অনেকটা আচমকায় দেশের ১১ তম টেস্ট অধিনায়ক বনে গেছেন মুমিনুল। নতুন অভিজ্ঞতা কেমন লাগছে তার? ইন্দোরের হল্কার স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ নিয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক এক্সাইটমেন্ট। জুনিয়র হিসেবে এটা আমার জন্য খুব বড় একটা অপরচুনিটি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এরকম অপরচুনিটি সবাই পায় না। তো আমি চাই যে অপরচুনিটিটা খুব ভালোভাবে কাজে লাগাব। এই জিনিসটা কাজে লাগানোর জন্য চেষ্টা করব দেশের জন্য। এরকম সুযোগতো সবাই পায় না তাই আমি জিনিসটা চেষ্টা করব।’
নতুন মিশনে অভিজ্ঞ দুই ক্রিকেটার না থাকলেও একাদশ কেমন হবে জানেন না মুমিনুল। বৃহস্পতিবার সকালেই উইকেট দেখেই চূড়ান্ত হবে একাদশ। তার আগে অবশ্য জানা গেছে, সফরকারীরা ৭ ব্যাটসম্যান আর ৪ বোলার খেলাতে পারে। এরমেধ্যে একজর অলরাউন্ডও থাকবেন।
এবারের ভারত সফরের প্রথম টেস্টে অভিষেক হতে পারেন তরুণ ব্যাটসম্যান সাইফ হাসানের। এদিকে মোস্তাফিজের অফ ফর্মের কারণে বৃহস্পতিবার দেশের সাদা জার্সি প্রথমবার জড়াতে পারেন পেসার ইবাদত হোসেনও। ওপেনিংয়ে হয়তো দেখা যেতে লিটন আর সাদমানকে। ইমরুল সাতেও নামতে পারেন। এদিকে টাইগারদের কঠিন পরীক্ষায় ফেলতে ভারত একাদশ সাজাতে পারে তিন পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার দিয়ে।
বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে কোনভাবেই বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি, ‘আমার কোনো দলকে হালকাভাবে নিচ্ছি না। বাংলাদেশের কোনো বোলার বা ব্যাটসম্যানকে আমরা হালকাভাবে নিচ্ছি না। যখন ওরা ভালো খেলে তখন খুব চৌকষ দল হয়ে ওঠে। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রেখে এগোবো। ওরা একই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমরা জানি, ওরা নিজেদের গেম প্ল্যানটা জানে, ওরা জানে কি করতে হবে। ফল পেতে আমাদের ভালো খেলতে হবে, যেমনটা আগের প্রতিটা ম্যাচে খেলেছি।’
বাংলাদেশ-ভারত এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ৯বার। যেখানে ৭টিতে জিতেছে ভারত। বাংলাদেশের অর্জন ২টি ম্যাচ ড্র। তবে আগের স্মৃতি আর সামনে আনতেই চাইছেন না মুমিনুল হকরা। তাদের চিন্তায় শুধুই ইন্দোর টেস্ট। লক্ষ্য ভালো খেলে কিছুটা একটা করা। সেই কিছু একটা যে জয়- সেটা মুখে না বললেও টাইগাররা সমর্থকরা ঠিকই বুঝে নিয়েছেন। তারাও মনে মনে তো এমন কিছুই চাইছেন। যদিও বাস্তবতা বলছে সেটা অর্জন করা হবে সফরকারীদের জন্য শুধু চ্যালেঞ্জ নয়, মহা চ্যালেঞ্জ।
Discussion about this post