ব্যাট বিস্ময়ের জন্ম দিলেন তিনি। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি তুললেন শুবমান গিল। হায়দরাবাদে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৮ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ৪৯তম ওভার শুরুর সময়ও ১৮২ রান অপরাজিত থাকেন গিল।
ম্যাচে কিউই বোলার লকি ফার্গুসনকে টানা তিন ছক্কায় ২০০ পূর্ণ করেন গিল। শেষ পর্যন্ত আউট হন হেনরি শিপলির বলে, ইনিংসের ৪ বল বাকি থাকতে। প্রথম ম্যাচে ভারত তুলে ৮ উইকেটে ৩৪৯ রান।
ভারতীয় ব্যাটসম্যান হিসেবে গিলের আগে ডাবল সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা আর ঈশান কিষান। গত ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েন কিষান। গিলের এই ইনিংসটি ওয়ানডেতে দশম ডাবল সেঞ্চুরি, রোহিত শর্মার একারই রয়েছে তিনটি।
এর আগে বাংলাদেশের বিপক্ষে ইশান কিষানের ডাবল সেঞ্চুরির পরও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাকে একাদশের বাইরে রেখে গিলের ওপর ভরসা রেখেছিল ভারত। কারণ, তারা অনুসরণ করেছিল প্রক্রিয়া। গিল সেই আস্থার প্রতিদান দিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৭০, ২১ ও ১১৬ রানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি তুললেন।
সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ডে ছাড়িয়ে গেলেন সেই কিষানকে। গত মাসে বাংলাদেশের বিপক্ষে ২৪ বছর ১৪৫ দিনে দুইশ করে যে রেকর্ড গড়েছিলেন কিষান, তা টিকে রইল মাত্র ৩৮ দিন। ২৩ বছর ১৩২ দিন বয়সে দুইশ করে গিল এখন ওয়ানডের সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান।
ওয়ানডেতে মাত্র ১৯ ইনিংসে গিল স্পর্শ করলেন হাজার রান। ভারতের দ্রুততম তিনিই, বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের চেয়ে ৫ ইনিংস কম খেলে। সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততম!
ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি
ব্যাটসম্যান রান প্রতিপক্ষ ভেন্যু সাল
শচীন টেন্ডুলকার (ভারত) ২০০* দক্ষিণ আফ্রিকা গোয়ালিয়র ২০১০
বীরেন্দর শেবাগ (ভারত) ২১৯ ওয়েস্ট ইন্ডিজ ইন্দোর ২০১১
রোহিত শর্মা (ভারত) ২০৯ অস্ট্রেলিয়া বেঙ্গালুরু ২০১৩
রোহিত শর্মা (ভারত) ২৬৪ শ্রীলঙ্কা কলকাতা ২০১৪
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ২১৫ জিম্বাবুয়ে ক্যানবেরা ২০১৫
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ২৩৭ ওয়েস্ট ইন্ডিজ ওয়েলিংটন ২০১৫
রোহিত শর্মা (ভারত) ২০৮* শ্রীলঙ্কা মোহালি ২০১৭
ফখর জামান (পাকিস্তান) ২১০* জিম্বাবুয়ে বুলাওয়ে ২০১৮
ঈশান কিষান (ভারত) ২০১ ভারত চট্টগ্রাম ২০২২
শুবমান গিল (ভারত) ২০৮ নিউজিল্যান্ড হায়দরাবাদ
Discussion about this post