মনে রাখার মতো একটা লিগ শেষ করলেন এনামুল হক বিজয়। ব্যাট হাতে ধারাবাহিক সাফল্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শেষ ম্যাচে বৃহস্পতিবার থামলেন ৯৬ রানে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার নিজেকে নতুন করেই যেন চেনালেন। এদিন শতরান করেন তামিম ইকবাল।
শেষ দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে প্রাইম ব্যাংককে পথ দেখান তামিম ও বিজয়। ১৩২ বলে ১৩৭ করে আউট তামিম।লিস্ট ‘এ’ ক্রিকেটে যা তার ২১তম সেঞ্চুরি। এনামুল আউট ৮৫ বলে ৯৬ রানে।
এনামুল মনে হচ্ছিল তুলে নেবেন আরেকটি সেঞ্চুরি। মনে রাখার মতো মৌসুমের শেষ ইনিংসে তার রান ৮ চার ও ৩ ছক্কায় ৮৫ বলে ৯৬ রান। ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে হাজার রানের মাইলফলক এনামুল স্পর্শ করেছেন এক ম্যাচে আগেই। বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে এক টুর্নামেন্টে করেন হাজার রান।
এনামুল বিজয় লিগ শেষ করেন ১৫ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে ১ হাজার ১৩৮ রানে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ার আগে গাজী আশরাফ হোসেন লিপু, স্টিভ টিকোলোর এক মৌসুমে হাজার রান করার রেকর্ড ছিল। সেসব অবশ্য রেকর্ডে লেখা নেই। ১৯৮৪-১৯৮৫ সৌমুমে আবাহনীর অধিনায়ক লিপু প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক লিগে হাজার রান করেন। ২০০১ সালে মোহামেডানের হয়ে টিকোলো ১৬ ইনিংসে ১২২৭ রান করেন। এবার বিজয় হাজার রান ক্লাবে। এটাই এখন রেকর্ড।
Discussion about this post