ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০ ওভারের ক্রিকেটে তিনি বিশ্বসেরার একজন। বল হাতে রীতিমতো ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন রশিদ খান। তাইতো বিশ্বের যেখানেই বসছে টি-টুয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ ডাক পড়ছে সেখানেই। তার পথ ধরেই এখন খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সেখানে অনন্য এক কীর্তি গড়লেন আফগানিস্তানের এই স্পিনার।
জোড়া রেকর্ডের দিনে ৩০০ টি-টুয়েন্টি উইকেট পেলেন এই লেগ স্পিনার। বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এই মাইলফলক অর্জন করেছেন। গত বৃহস্পতিবার সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ম্যাচে ২ উইকেট নেওয়ার পথে স্পর্শ করেন ৩০০ টি-টুয়েন্টি উইকেট।
একইদিন গড়েন দুটি রেকর্ড। সর্বকনিষ্ঠ হিসেবে টি-টুয়েন্টিতে ৩০০ উইকেটের রেকর্ড এখন তার। ২১ বছর ৩৩৫ দিন বয়সে এই অর্জন যোগ হলো রশিদ খানের নামের পাশে। আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইনের। ২০১৭ সালে ৩০০ উইকেট স্পর্শের দিনে এই স্পিনারের বয়স ছিল ২৯ বছর ১৭৫ দিন।
সবচেয়ে দ্রুততম সময়ে মাইলফলক স্পর্শ করলেন রশিদ। তার লাগল ২১৩ ম্যাচ। দ্রুততম ৩০০ উইকেটের আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার, ২২২ ম্যাচে।
টি-টুয়েন্টিতে অষ্টম বোলার হিসেবে ৩০০ উইকেট পেলেন রশিদ। স্বপ্নের মতোই এগিয়ে চলছেন এই আফগান স্পিন যাদুকর!
Discussion about this post