ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়নি বাংলাদেশের। ৮ উইকেটের হার দিয়েই শুরু তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। তবে এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক রেকর্ড গড়লেন মাশরাফি বিন মর্তুজা। জায়গা করে নিয়েছেন ইতিহাসে।
প্রথম বাংলাদেশি হিসেবে সব ফরম্যাট মিলিয়ে শততম ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড গড়লেন মাশরাফি। টেস্ট ক্রিকেটে দলকে কেবল একটিমাত্র ম্যাচে নেতৃত্ব দেন। আর ৭০টি ওয়ানডে ও ২৮ টি-টুয়েন্টি ম্যাচে নেতৃত্বে দিয়েছেন মাশরাফি।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে নিজ দেশকে ১০০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার অনন্য কীর্তি গড়েছেন আরো ৩৯জন ক্রিকেটার।
অবশ্য অধিনায়কত্বের সেঞ্চুরি থেকে মাত্র ৬ ম্যাচ দূরে থেকে থামতে হয় মুশফিকুর রহীমকে। বাংলাদেশের তালিকায় এরপরই আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৮৭টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।
সাকিব আল হাসানও আছেন এই তালিকায়। এ অব্দি ৮০টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে একটি দেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্বের রেকর্ড মহেন্দ্র সিং ধোনির। ৩৩২ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
Discussion about this post