ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যর্থতা বলে কিছুই যেন নেই বিরাট কোহলির অভিধানে। দল ব্যর্থতার বৃত্তে থাকলেও তার ব্যাট কখনোই হার মানেনি। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজটাই তার বড় প্রমাণ। তিনি একাই প্রাচীর তুলে দাঁড়িয়ে যাচ্ছেন। ধারাবাহিক সেই সাফল্যের পথ ধরে এবার নতুন এক মাইলফলকে পা রাখলেন বিরাট কোহলি।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৫০০০, ১৬০০০ ও ১৭০০০ রান করার রেকর্ড গড়েছিলেন তিনি। এবার দ্রুততম ১৮০০০ রান করার অনন্য কীর্তি গড়লেন ভারত অধিনায়ক। এই রেকর্ড গড়তে গিয়ে কোহলি পেছনে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে।
ইংল্যান্ড বিপক্ষে সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা রানের জন্য হন্যে হয়ে উঠলেও সাবলীল আছেন কোহলি। সিরিজে এরইমধ্যে সাড়ে পাঁচশর বেশি রান এসেছে তার ব্যাটে। সিরিজের শেষ টেস্ট খেলার আগেই দুই সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরি।
শনিবার পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে কোহলি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ভারত দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭০। ম্যাচের ৩৪ নম্বর ওভারে স্টুয়ার্ট ব্রডের বলে একটি রান নিয়ে ২১ রান তুলেন কোহলি। এরই পথ ধরে পা রাখেন ১৮০০০ রান ক্লাবে।
লারা ৪১১টি ইনিংসে খেলে ১৮ হাজার রান করেন। কোহলির লাগল মাত্র ৩৮২টি। ৪১২ ইনিংসে ১৮ হাজার রান করেছিলেন শচীন টেন্ডুলকার। রিকি পন্টিং ৪২২টি ইনিংস পা রাখেন এই ক্লাবে।
Discussion about this post