এবারের ঢাকা প্রিমিয়ার লিগে যেন নিজের সেরা ফর্ম ফিরে পেয়েছেন। ব্যাট হাতে যা ইচ্ছে তাই যেন করতে পারছেন তিনি। এনামুল হক বিজয়ের ব্যাটে রান ফোয়ারা চলছেই। তার পথ ধরে বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার গড়লেন দারুণ এক রেকর্ড।
বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেললেন এনামুল বিজয়। এবারের আসরে তার সংগ্রহ ৮৭৮ রান। এটিই লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড।
এদিন রেকর্ড গড়া থেকে মাত্র ১০ রান দূরে এই ম্যাচ শুরু করেন এনামুল। রূপগঞ্জের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে নাবিল সামাদকে বাউন্ডারি দিয়ে শুরু। দ্বিতীয় ওভারে আল আমিন হোসেনকে বাউন্ডারি মেরে রেকর্ড ছুঁয়ে ফেলেন। পরের বলে আরেকটি বাউন্ডারিতে উঠে যান নতুন এক উচ্চতায়।
ঘরোয়া লিগে এর আগের রেকর্ডটি ছিল সাইফ হাসানের। ২০১৯ সালের লিগে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাবের হয়ে ৮১৪ রান করেন এই ওপেনার। সেই বছর লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৮০৭ করেন মোহাম্মদ নাঈম শেখ। সাইফ ও নাঈমের ওই রান ছিল ১৬ ইনিংসে। এনামুল ছাড়িয়ে ১২ ইনিংসে টপকে গেলেন।
১২ ইনিংসের ৯টিতে ফিফটি করেছেন এনামুল। সেঞ্চুরি দুটি। লিগে আরও তিনটি ম্যাচ রয়েছে। হয়তো হাজার রান ক্লাবেও দেখা যেতে পারে তাকে।
Discussion about this post