ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের মতো এক বিশ্বকাপ কাটছে সাকিব আল হাসানের। ব্যাটে-বলে দারুণ দাপটে এখন আলোচনায় এই টাইগার ক্রিকেটার। বিশ্বের সেরা অলরাউন্ডার বলে কথা। এবার নতুন এক রেকর্ড হাতছানি দিচ্ছে তাকে।পরিসংখ্যানের রায়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার হতে তার চাই আর ১৪৯ রান।
এই রান করতে পারলেই তিনি টপকে যাবেন বিশ্বকাপের সেরা অলরাউন্ডার শ্রীলংকার কিংবদন্তি অলরাউন্ডার সনাৎ জয়াসুরিয়াকে। ৩৮ ম্যাচ খেলে যার রান ১১৬৫ ও উইকেট সংখ্যা ২৭টি।
বোলিংয়ে জয়াসুরিয়াকে টপকে গেছেন সাকিব। বিশ্বকাপে২৭ ম্যাচ খেলে সাকিবের উইকেট ৩৩। জয়াসুরিয়া ৩৮ ম্যাচে তুলেছেন ২৭ উইকেট।
আর সব মিলিয়ে বিশ্বকাপে ২৭ ম্যাচ খেলে ৪৪.১৭ গড়ে সাকিব করেন ১০১৬ রান। সাবেক শ্রীলঙ্কান তারকা জয়াসুরিয়া ৩৮ ম্যাচ খেলে করেন ১১৬৫ রান।
দেখে নিন পরিসংখ্যানে বিশ্বকাপের ইতিহাসে সেরা অলরাউন্ডার-
১. সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)
ম্যাচ : ৩৮, রান : ১১৬৫, গড় : ৩৪.৩৬, উইকেট : ২৭।
২. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ : ৩৬, রান : ১১৪৮, গড় : ৪৫.৯২, উইকেট : ২১।
৩.ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ : ৩৩, রান : ১১৪৪, গড় : ৩৭.৯৩, উইকেট : ১৫।
৪. তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা)
ম্যাচ : ২৭, রান : ১১১২, গড় : ৫২.৯৫, উইকেট : ১৮।
৫. অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা)
ম্যাচ : ৩৫, রান : ১০৬৪, গড় : ৩৬.৬৯, উইকেট : ১৬।
৬. সাকিব আল হাসান (বাংলাদেশ)
ম্যাচ : ২৭, রান : ১০১৬, গড় : ৪৪.১৭, উইকেট : ৩৩
Discussion about this post