বাংলাদেশ ক্রিকেটে নতুনের আবাহন! নির্বাচক কমিটিতে নতুন মুখ। এমন কী সাকিব আল হাসানের অধিনায়কত্বের অধ্যায় শেষে নতুন অধিনায়কও খুঁজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ফরম্যাটেই বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করেছে বিসিবি। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে বড় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এক সময় তিন ফরম্যাটেই ছিলেন বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তাকে আপাতত বাইরেই রাখল বোর্ড। নাজমুল হোসেন শান্তকে তিন সংস্করণেই বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন অধিনায়ক হিসেবে শান্তর নাম ঘোষণা করেন।
আট মাস পর আজ বোর্ড সভায় বসেছিল বিসিবির পরিচালনা পরিষদ। সেখানেই এসেছে এই সিদ্ধান্ত। নাজমুল হাসান পাপন বলেন, ‘অধিনায়ক নির্বাচনে সময় বেশি গেছে। অন্যান্য মিটিংয়ের সঙ্গে আজকে পার্থক্য ছিল। আগে মিটিংয়ে আমি সব সময় প্রস্তুত হয়ে আসি। আমি বলি উনারা শুনেন। আজ উনারা বলেছেন আমি শুনেছি। ব্যাকগ্রাউন্ড অনেক কিছু জানি না। তিন ফরম্যাটেই শান্তকে এই বছরের (২০২৪) জন্য অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছি।’
নতুন নির্বাচক কমিটিও পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। আগের নির্বাচক কমিটি থেকে আবদুর রাজ্জাক নতুন কমিটিতে। আগের কমিটি থেকে বাদ পড়েছেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। মিনহাজুল আবেদীনের বদলে প্রধান নির্বাচক হলেন বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। কমিটির তৃতীয় সদস্য হিসেবে নতুন এসেছেন হান্নান সরকার।
Discussion about this post