ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে ছন্দ রেখেছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের দারুণ ব্যাটিংয়ের রাতে তার দাপট দেখা গের। বল হাতে প্রথম ওভারে একটি উইকেট নেন। এরপর শেষ ওভারে করেন দুটি রান আউট। রাজস্থান রয়্যালসের পেসার দাপট দেখালেও মহেন্দ্র সিং ধোনির দল তুলে ২০ ওভারে ১৮৮ রান। কিন্তু সেই রানে চাপা পড়ে হার মানে মুস্তাফিজের দল।
টস জিতে ফিল্ডিং করা রাজস্থানকে প্রথম উইকেট এনে দেন দ্য ফিজ। চতুর্থ ওভারে বল হাতে নিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন এই পেসার। রুতুরাজ গায়কোয়ারকে (১০) ফেরান এই বাংলাদেশি পেসার। প্রথম ওভারে দেন ৩ রান।
অবশ্য এরপর বল করতে নেমে পরের ওভারে মুস্তাফিজ দেন ১৩ রান। দ্বিতীয় স্পেলে ১৬তম ওভারে দেন ৬ রান। শেষ ওভারেও প্রথম বলে তার থ্রো থেকে সাঞ্জু স্যামসন রান আউট করেন স্যাম কারানকে। চতুর্থ বলে ডোয়াইন ব্রাভোকে রান আউট করেন তিনি । শেষ অব্দি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন মুস্তাফিজ।
ধোনির দুইশতম ম্যাচে ৩৩ রান আসে ফাফ দু প্লেসির ব্যাটে। আম্বাতি রাইডুর ২৭ ও মঈন আলীর ২৬।
এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে ৪৫ রান খরচ করে অবশ্য উইকেট পাননি। তবে দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ ২৯ রানে নেন ২ উইকেট।
Discussion about this post