ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের স্বাধীনতা দিবসের সন্ধ্যায় দুটো দুঃসংবাদে হতাশা ছুঁয়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের। শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেন মহেন্দ্র সিং ধোনি। এরপরই এই কিংবদন্তির চেন্নাই সুপার কিংসের সতীর্থ সুরেশ রায়নাও বললেন বিদায়!
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৩ বছর বয়সী রায়না। ক্যাপ্টেন ধোনির মতোই ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজের অবসরের কথা জানান তিনি। রায়না লিখেছেন, ‘মাহি ভাই, তোমার সঙ্গে খেলতে পারাটা বরাবর উপভোগ করেছি। অত্যন্ত গর্বের সঙ্গে আমি এটা জানাচ্ছি, তোমার সঙ্গে একই জার্নিতে চলতে চাই আমি। ধন্যবাদ ভারত। জয় হিন্দ!’
সেই ২০০৫ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক রায়নার। ২০১০ সালের জুলাইতে সেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক। ক্যারিয়ারে মাত্র ১৮টি টেস্ট খেলে ২৬.৪৮ গড়ে রান ৭৬৮। সেঞ্চুরি ১টি, হাফ সেঞ্চুরি ৭টি। ওয়ানডে খেলেন ২২৬টি। ৩৫.৩১ গড়ে ৫৬১৫। সেঞ্চুরি ৫টি ও হাফ সেঞ্চুরি ৩৬টি।
৭৮ টি-টুয়েন্টিতে ২৯.১৮ গড়ে তুলেছেন ১৬০৫ রান। সেঞ্চুরি ১টি। হাফ সেঞ্চুরি ৫টি।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও সেপ্টেম্বরে শুরু আইপিএলে দেখা যাবে রায়নাকে। সংযুক্ত আরব আমিরাতে ধোনির সঙ্গেই চেন্নাই সুপার কিংসের জার্সিতে সামবেন এই তারকা ক্রিকেটার।
Discussion about this post