২৪৫ রানের লক্ষ্যটা খুব বেশি কঠিন মনে হচ্ছিল না। বিশেষ করে এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করার পর, জয় যেন হাতছোঁয়া দূরত্বে ছিল বাংলাদেশের। কিন্তু হঠাৎ ছন্দপতনে এক ভয়াবহ বিপর্যয়। মাত্র ৫ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচটাই হারিয়ে বসে টাইগাররা। ফলাফল—৭৭ রানের বড় পরাজয় ও তিন ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে যাওয়া।
প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চারিথ আসালঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংস গুটিয়ে ফেলে মাত্র ১৬৭ রানে, খেলেছে ৩৫.৫ ওভার।
বাংলাদেশের ইনিংসে শুভ সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে আসে ২৯ রান। এরপর ফিরে যান ইমন (১৩)। তবে তিনে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়েন তামিম। ১৭তম ওভারে দলীয় শতক পূর্ণ হয়। সেখান থেকেই শুরু ভরাডুবি।
শান্ত রান আউট হয়ে ফিরলে (২৬ বলে ২৩), পরবর্তী ৫ রান তুলতেই বাংলাদেশ হারায় আরও ৬ উইকেট! একে একে সাজঘরে ফেরেন লিটন দাস, তামিম, তাওহিদ হৃদয়, মেহেদি মিরাজ, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ। লিটন, মিরাজ ও তাসকিন—তিনজনই ফেরেন শূন্য রানে।
এমন ভাঙা অবস্থায় কিছুটা প্রতিরোধ গড়েন জাকের আলি। ব্যাট হাতে তুলে নেন হাফসেঞ্চুরি, কিন্তু ততক্ষণে জয় অনেক দূরের পথ। শেষ পর্যন্ত তার ইনিংস কেবল হার কিছুটা কমাতে সাহায্য করে।
এর আগে বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। চতুর্থ ওভারে তানজিম সাকিব ফিরিয়ে দেন নিশাঙ্কাকে। তাসকিন আহমেদের দারুণ এক স্পেলে বিদায় নেন মাদুশকা ও কামিন্দু মেন্ডিস। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।
এরপর চতুর্থ উইকেটে কুশল মেন্ডিস ও আসালঙ্কা গড়েন ৬০ রানের জুটি। কুশলকে এলবিডব্লিউ করে সেই জুটি ভাঙেন তানভীর ইসলাম—ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেটটি নিয়েই। পঞ্চম উইকেটেও জমে উঠেছিল পার্টনারশিপ, তবে অনিয়মিত বোলার শান্ত আক্রমণে এসেই জানিথ লিয়ানাগেকে ফিরিয়ে দেন।
একপ্রান্ত আগলে ব্যাটিং চালিয়ে যান আসালঙ্কা। ১১৭ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের শতক। তার ইনিংসে ভর করেই লড়াকু সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। শেষদিকে বাংলাদেশের বোলারদের দাপটে ইনিংস থেমে যায় ২৪৪ রানে।
বাংলাদেশের হয়ে বল হাতে তাসকিন আহমেদ নেন সর্বোচ্চ ৪ উইকেট। তানজিম সাকিব শিকার করেন ৩ উইকেট, শান্ত ও তানভীর পান একটি করে।
এই হারের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। সিরিজে টিকে থাকতে হলে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
Discussion about this post