ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসানের আগেই বাজিমাত তাইজুল ইসলামের। অবশ্য টেস্টে ১০০ উইকেট থেকে এক কদম দূরে ছিলেন তিনি। চট্টগ্রাম টেস্টে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম সেশনেই সেই এক উইকেট তুলে নেন এই স্পিনার। দ্রুত পূরণ করেন ১০০ টেস্ট উইকেট। তার পথ ধরে রেকর্ডও গড়েন তিনি।
বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ টেস্ট উইকেট শিকারি তাইজুল। ২৫ টেস্ট খেলে এই স্পিনার নতুন এই মাইলফলকে পা রাখেন। টেস্টে বাংলাদেশের হয়ে এর আগে ১০০ উইকেট স্পর্শ এর আগে করেছেন দুইজন। অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক তারকা মোহাম্মদ রফিক দেখা পেয়েছেন শত উইকেটের। এরমধ্যে ২৮ টেস্টে ১০০ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন সাকিব। এই টেস্ট খেলার আগে তার উইকেট সংখ্যা ২০৫টি।
ইতিহাস বলছে বাংলাদেশের হয়ে ১০০ উইকেট প্রথম শিকার করেন মোহাম্মদ রফিক। ৩৩ টেস্ট খেলে ১০০ উইকেট নিয়ে ক্যারিয়ারের এই ইতি টানেন এই স্পিনার।
টেস্ট ইতিহাসে সবচেয়ে দ্রুত শত উইকেটের রেকর্ড জর্জ লোম্যানের। ১৮৯৬ সালে রেকর্ডটি গড়েন ইংল্যান্ডের এই পেসার। ১৬ টেস্টে ১০০ উইকেট নেন তিনি।
Discussion about this post