ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর এবার ইংল্যান্ডের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটেও নাম রয়েছে সাকিব আল হাসানের। এদিকে সেখানে তার সঙ্গী হিসেবে রয়েছেন তামিম ইকবালও।
সর্বোচ্চ ভিত্তিমূল্য পাওয়া ১০ ক্রিকেটারের তালিকাতে রয়েছেন সাকিব-তামিম। এছাড়া সেখানে আরও রয়েছেন, বাবর আজম, কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, লুকি ফার্গুসন, জেসন হোল্ডার, নিকোলাস পুরান, কাগিসো রাবাদা এবং ডেভিড ওয়ার্নার।
এই ক্যাটাগরিতে থাকা ১০ জনের মাঝে ৪জন দল পাবেন এবারের নিলাম থেকে। এই ১০ ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লক্ষ পাউন্ড। এদিকে ১৩ দেশ থেকে মোট ২৫৩ জন ক্রিকেটার নিলামের জন্য নিজেদের নাম নিবন্ধন করেছেন। নেপালের একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন সন্দীপ লামিচানে। এ ছাড়া রয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, শাদাব খান, ডেভিড মিলার, ক্রিস মরিস, ড্যান ক্রিস্টিয়ান, ডেল স্টেইন, ডোয়াইন ব্রাভো, কলিন ইনগ্রাম, ফাফ ডু প্লেসি ও মিচেল স্যান্টনারের মতো ক্রিকেটাররা।
সাকিব-তামিম ছাড়াও দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে রয়েছে আরও ৬ জন বাংলাদেশি। তারা হলেন- লিটন দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও সৌম্য সরকার।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফট। চলতি বছরের জুলাইয়ে মাঠে গড়ানোর কথা রয়েছে টুর্নামেন্টটির।
Discussion about this post