পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে চলছে দক্ষিণ আফ্রিকার রাজত্ব। বল হাতে বাংলাদেশের বোলাররা ব্যর্থ। তারপর পারছেন না টাইগার ব্যাটসম্যানরাও। শুক্রবার ৩ উইকেটে ১ম ইনিংসে দল তুলল ১২৭ রান। এর আগে প্রোটিয়ারা ৪৯৬ রান তুলে ঘোষণা করে তাদের ১ম ইনিংস।
স্বাগতিকদের ফের ব্যাটিংয়ে পাঠাতে এখনো বাংলাদেশের করতে হবে ১৭০ রান। এবার চলুন দেখে নেই দ্বিতীয় দিন শেষে সিরিজের ১ম টেস্টের স্কোরকার্ড।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৪৬ ওভারে ৪৯৬/৩ ইনিংস ঘোষণা (এলগার ১৯৯, মার্করাম ৯৭, আমলা ১৩৭, বাভুমা ৩১*, দু প্লেসি ২৬*; মুস্তাফিজ ১/৯৮, শফিউল ১/৭৪, মিরাজ ০/১৭৮, তাসকিন ০/৮৮, মাহমুদউল্লাহ ০/২৪, মুমিনুল ০/১৫, সাব্বির ০/১৫)
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪ ওভারে ১২৭/৩ (লিটন ২৫, ইমরুল ৭, মুমিনুল ২৮*, মুশফিক ৪৪, তামিম ২২*; মর্কেল ১/৩৪, রাবাদা ১/২৩, মহারাজ ১/৩৮, অলিভিয়ের ০/২৭, ফেহলুকওয়ায়ো ০/৪)
Discussion about this post