ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গেল নিউজিল্যান্ড সফর দিয়ে নতুন করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাব্বির রহমান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে সেই পথচলাটা রাঙান তিনি। সেই রেশটা চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ধরে রেখেছেন এ ডানহাতি। এরইমধ্যে ভক্তদের তিনি দিলেন দারুণ একটি সুসংবাদ। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। মানে শনিবার বিয়েরে পর্ব সেরে ফেলেছেন এ ডানহাতি ব্যাটসম্যান।
উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্পার সঙ্গে শনিবার ঢাকাতেই আক্দ হয়েছে সাব্বিরের। সে সময় তার বাবা-মা ও কাছের কয়েকজন আত্মীয়স্বজন ছিলেন। বিয়ে নিয়ে যদিও সাব্বির এখনই কিছু বলতে চাইলেন না, ‘অনুষ্ঠান যখন করব, তখন সবাইকে জানাব।’
ক্যারিয়ারে স্থিতিশীলতা আনতে ও স্বচ্ছন্দে এগিয়ে নিতে অনেকে সাব্বিরকে পরামর্শ দিয়েছেন বিয়ে করতে। তার বাবা-মায়েরও চাওয়া ছিল এমনটাই। শেষ পর্যন্ত সবার ইচ্ছা পূরণ করলেন তিনি।
যদিও এর আগে সাব্বির রহমানের মা জানিয়েছিলেন ছেলের পছন্দের কেউ রয়েছেন এবং তাকেই হয়তো বিয়ে করতে চান তিনি। এ নিয়ে তখন সাব্বিরের মা জানান, দুই-এক বছরের মধ্যে ছেলের বিয়ে দিবেন না তিনি। সে সময় সাব্বির বিয়ের বিষয়ে আভাস দিয়েছিলেন। কবে নতুন ইনিংস শুরু করেন সেটিই অপেক্ষায় ছিলো সবাই। তখন ভক্তদেরকে তার পছন্দের মানুষটির নাম পরিচয় না জানালেও এবার ভক্তদেরকে সুখবরটি দিয়েই দিলেন সাব্বির।
এখন পর্যন্ত দেশের জার্সিতে ১১টি টেস্টে, ৫৭টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি খেলেছেন সাব্বির।
Discussion about this post