ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কয়েক আগে ক্রিকেটারদের ধর্মঘটের প্রধান দাবি ছিল প্রথম শ্রেনির ক্রিকেটে ম্যাচ বাড়ানো। সেটা মেনে নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার জাতীয় লিগে ম্যাচ ফি করেছে দ্বিগুন। সেই সঙ্গে বেড়েছে দাবি অনুযায়ী আবাসন, যাতায়াতসহ অন্যান্য সুযোগ সুবিধাও।
প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি অন্তত ১ লাখ টাকা করার দাবি ছিল ক্রিকেটারদের। তেমনটা না হলেও অর্থের পরিমান বেড়েছে উল্লেখযোগ্য হারে। জাতীয় লিগের প্রথম স্তরে ম্যাচ ফি করা হয়েছে ৬০ হাজার টাকা। আগে এটি ছিল ৩৫ হাজার টাকা। দ্বিতীয় স্তরে ম্যাচ ফি ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা।
বর্ধিত এ ম্যাচ ফি কার্যকর ধরা হবে চলতি জাতীয় লিগের প্রথম রাউন্ড থেকেই।
ক্রিকেটারদের দাবি ছিল দৈনিক ভাতা উপযুক্ত পর্যায়ে বাড়ানো, যেন ফিটনেস সহায়ক খাবার খাওয়াসহ অনান্য চাহিদা তারা মেটাতে পারেন। ১৫০০ টাকা থেকে বাড়িয়ে দৈনিক ভাতা এখন করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। আগে ভ্রমণ ভাতা ছিল ২ হাজার ৫০০ টাকা। সেই টাকায় বিমানে ভ্রমণ ছিল অসম্ভব। ক্রিকেটারদের চাওয়া ছিল, ভাতা না দিয়ে বিমান টিকিটের ব্যবস্থা করে দেওয়া। তৃতীয় রাউন্ড থেকেই এটি শুরু হয়ে গেছে। সামনেও বিমানেই যাতায়াতের ব্যবস্থা করা হবে ক্রিকেটারদের। যেসব জায়গায় বিমানে যাওয়ার ব্যবস্থা নেই, সেখানে ভ্রমণ ভাতা ধরা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।
এদিকে ক্রিকেটারদের দাবি ছিল, এমন হোটেলে যেন তাদের রাখা হয়, যেখানে ফিটনেস ধরে রাখার জন্য জিম ও সুইমিংপুল থাকবে। আবাসন ফি এখন বাড়ানো হয়েছে আগের চেয়ে ৮০ শতাংশ। ম্যাচ চলাকালীন খাওয়ার মান উন্নত করার জন্য ক্যাটেরিং ফি বাড়ানো হয়েছে ৮৫ শতাংশ। এছাড়া সেখানে বিমান সুবিধা নেই সেখানে যেতে এখন থেকে এসি বাসের সুবিধা পাবেন ঘরোয়া লিগের ক্রিকেটাররা।
Discussion about this post