একদিন আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে গ্যালারিতে থাকবে দর্শক। এবার জানা গেল, টিকিটের দাম। চার ক্যাটাগরিতে মিলবে ম্যাচের টিকিট। সর্বনিম্ন ১৫০ টাকায় পাওয়া যাবে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ।
টিকিটের সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা। সঙ্গে ৩০০ আর ৫০০ টাকায় পাওয়া যাবে ম্যাচ টিকিট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে এই তথ্য।
চট্টগ্রামে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ২৩ ফেব্রুয়ারি। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। তারপরই ঢাকায় ৩ মার্চ হবে প্রথম টি-টুয়েন্টি। দ্বিতীয় ও শেষটি হবে আগামী ৫ মার্চ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে সিরিজের তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামে হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট মূল্য ১৫০ টাকা, ক্লাব হাউজের টিকিট ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট মূল্য ৫০০ টাকা। আর রুফ টপের টিকিট ১০০০ টাকায় পাওয়া যাচ্ছে। টিকিট পাওয়া যাবে সাগরিকার বিটার মোড়ে। প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু মঙ্গলবার সকাল ৯টা থেকে।
এর আগে রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু) গণমাধ্যমে বলেন, ‘দেখুন, বিপিএলে যেমন সরকারি নির্দেশনা অনুযায়ী ৪ হাজার দর্শক প্রবেশের সুযোগ দেওয়া হয়। তবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে আমরা চাইছি দর্শক থাকুক। সেটা ৫০ ভাগ। চট্টগ্রামে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার ও ঢাকায় ৫ হাজার দর্শক মাঠে প্রবেশের সুযোগ পেতে পারেন। তারপরও সরকারের কাছে থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি আনার চেষ্টা করছি।’
ক্যাটাগরি মূল্য
রুফটপ ১০০০
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৫০০
ক্লাব হাউজ ৩০০
ইস্টার্ন স্ট্যান্ড ১৫০
Discussion about this post