ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুপুর গড়াতেই দুঃসংবাদটা শুনেছেন ভক্তরা। করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি বিন মর্তুজা। শনিবার তার টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। নড়াইল-২ আসনের এমপি মাশরাফি তার মিরপুরের বাসায় রয়েছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।
ভক্তরা যখন উৎন্ঠায় তখন সবার কাছ থেকে দোয়া চেয়েছেন মাশরাফি। একইসঙ্গ সবাইকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।
করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন এমন আহবান জানিয়েছেন করোনা আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি। জ্বর এবং শরীর ব্যথায় আক্রান্ত হয়ে যিনি শনিবার পেলেন দুঃসংবাদ।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে শনিবার সন্ধ্যায় মাশরাফিপোস্ট দিয়ে দুর্যোগের এই সময়টায় দেশবাসীকে আরও সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
মাশরাফি লিখেছেন, ”আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।
আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।
আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি।
করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”
Discussion about this post