দীর্ঘ এক সফরে শনিবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার পথে উড়াল দিচ্ছে বাংলাদেশ টেস্ট দল। এরমধ্যে সকাল ১০টায় প্রথম ভাগে রওনা দিয়েছেন ম্যানেজার মিনহাজুল আবেদীন, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও তিন খেলোয়াড় মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, লিটন দাস। অন্যরা সন্ধ্যা সাড়ে ৭টায় যাবেন। জোহানেসবার্গের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সানফ্লাওয়ার উঠবে বাংলাদেশ দল। ঠিক ৯ বছর পর দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সফরে যাচ্ছেন টাইগাররা। ৪৩ দিনের এই সফরে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি।
সফরের শুরুতেই টেস্ট ম্যাচ। যেখানে দল পাচ্ছে না সেরা তারকা সাকিব আল হাসানকে। দুই টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন এই অলরাউন্ডার। এরইমধ্যে শনিবার মিরপুরের শেরেবাংলায় মিডিয়ার মুখোমুখি হলে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। সাকিব প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘দেখুন সাকিব বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। তার পরিবর্তে দলে একজন ব্যাটসম্যান ও বোলারের প্রয়োজন হয়। তবে তিনি না খেললে আমরা দলগতভাবে খেলে তার অভাব পূরণ করার চেষ্টা করবো।’
২১ থেকে ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিরুদ্ধে বেনোনিতে প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু হবে মুশফিকদের। প্রথম টেস্ট ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে, দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে। টেস্টের পর তিনটি ওয়ানডে, দুটি টি- টুয়েন্টি খেলবে দল।
বাংলাদেশ টেস্ট দল
মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মু্স্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাষীশ রায় ও মুমিনুল হক।
Discussion about this post