ইনজুরির কাছে হার মেনে শেষ পর্যন্ত দেশেই ফিরে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। শেষ হয়ে গেছে শ্রীলঙ্কান অধিনায়কের ত্রিদেশীয় সিরিজ। রোববার ফিরে গেছেন নিজ দেশে। এমন কী টেস্ট সিরিজে খেলতে ফের ঢাকা আসতে পারবেন কীনা তা নিয়েও আছে শঙ্কা! তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন দিনেশ চান্দিমাল।
রোববার জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারানোর পর সংবাদ সম্মেলনে চান্দিমাল বলেন, ‘সকালের ফ্লাইটে দেশে ফিরে গেছেন ম্যাথুজ। ফিট হতে কতদিন লাগবে সে ব্যাপারে জানি না। ওর টেস্ট সিরিজে খেলা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’
৬ মাস পর অধিনায়কত্ব ফিরে পেয়েছিলেন ম্যাথুজ। কোচ হাথুরু জায়গা ফিরিয়ে দিয়েছিলেন তাকে। কিন্তু ফেরাটা বিবর্ন করে দিল ইনজুরি। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হারে শ্রীলঙ্কা। সেই ম্যাচে পেশীতে টান লাগায় বাংলাদেশের সঙ্গে পরের ম্যাচে খেলতে পারেননি ম্যাথুজ। এবার সিরিজটাই শেষ হয়ে গেল তার।
টুর্নামেন্টে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ফাইনাল নিশ্চিত করা টাইগারদের বিপক্ষে জিতে গেলে অবশ্য লঙ্কানদের চেয়ে এগিয়ে যাবে গ্রায়েম ক্রেমারের দল। আর দিনেশ চান্দিমালের দল ২৫ জানুয়ারি লড়বে স্বাগতিকদের সঙ্গে। ফাইনালে উঠে গেলেও আত্মতুষ্টিতে নয়, নিজেদের সেরাটা দিয়েই বাকী দুই ম্যাচে খেলবে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ।
Discussion about this post