ওয়েলিংটন টেস্ট খেললেও ক্রাইস্টচার্চে ইনজুরি তাকে পাঠিয়ে দেয় মাঠের বাইরে। তারপর দর্শক হয়ে বসে না থেকে দ্রুত চলে আসেন দেশে। তবে ছুটি কাটানোর কোন ইচ্ছেই নেই মুমিনুল হকের। তাইতো বুধবার ছুটে এলেন হোম অব ক্রিকেটে। চট জলদি ইনজুরি কাটিয়ে উঠার লড়াই শুরু করেছেন তিনি। লক্ষ্য- ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বাংলাদেশের এক মাত্র টেস্ট ম্যাচে খেলা। তার আগে মিলতে হবে ফিটনেস সার্টিফিকেট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরি সঙ্গে সাক্ষাতের পর মুমিনুল বলছিলেন, ‘সত্যি বলতে কী এখন আগের চেয়ে ব্যথা কিছুটা কম। আশা করছি ভারতে যাওয়ার আগেই ঠিক হয়ে যাবে। ফিটনেস টেস্টে পাশ করলে ইনশাল্লাহ ভারতে যাব।’
সেই পরীক্ষায় পাশ করে সেঞ্চুরি করতে চাইছেন মুমিনুল। লিটল ডায়নামাইটস নামে পরিচিত এই এই টাইগার ব্যাটসম্যান দেশের বাইরে টেস্ট সেঞ্চুরি পাননি। ভারত এবং শ্রীলঙ্কা সফরে সেই আক্ষেপ শেষ করতে চান।
মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন আমাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। সেখানে পাশ করতে চাই। সামনে ভারতের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। দেশের বাইরে আমার কোনো টেস্ট সেঞ্চুরি নেই। এবার সেই সেঞ্চুরিটা তুলতে চাই।’
দেশের মাঠে টেস্ট ২৫ ইনিংসে ৪টি সেঞ্চুরি রয়েছে মুমিনুলের। কিন্তু দেশের বাইরে ১৩ টেস্ট ইনিংসে ৫টি হাফসেঞ্চুরি থাকলেও সেঞ্চুরি নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের ১ম ইনিংসে ৬৪ ও ২য় ইনিংসে ২৩ রান করেন তিনি। সফরের অভিজ্ঞতা নিয়ে ২৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমার ক্যারিয়ারের অর্ধেকের বেশি সময়ে যে অভিজ্ঞতা হল, নিউজিল্যান্ড সিরিজে তার চেয়ে বেশি শিখেছি আমি।’
Discussion about this post