ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকটা চুপি সারেই পাঁচ মাস পর দেশে ফিরলেন সাকিব আল হাসান। মঙ্গলবার রাত ২ টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি। বনানীর বাসায় গেছেন সাকিব। দুই-একদিনের মধ্যেই তাঁর করোনা পরীক্ষা হবে। ফল হাতে পাওয়ার আগ পর্যন্ত তিনি বাড়িতেই থাকবেন। ৫ সেপ্টেম্বরের দিকে তাঁর অনুশীলনের জন্য বিকেএসপিতে যাওয়ার কথা।
এরআগে গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব । সেখানেই এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হন তিনি।
সাকিব আপাতত রয়েছেন আইসিসির নিষেধাজ্ঞায়। যা থেকে মুক্ত হবেন তিনি আগামী ২৯ অক্টোবর। তার আগে অনুশীলনে ফিরে প্রস্তুতি নিতেই মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব।
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ সেপ্টেম্বর বিকেএসপিতে অনুশীলন শুরু করতে পারেন সাকিব। তার আগে তাকে করোনা সংক্রান্ত বিভিন্ন বিধি-নিষেধ মানতে হবে বলে জানা গেছে।
এরআগেগত বছর অক্টোবরে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে তা না জানানোর অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব।
আগামী অক্টোবরের ২৩ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু বাংলাদেশের। তবে ৩১ অক্টোবর শুরু দ্বিতীয় টেস্ট থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব ফিরবেন বলে আশা করা হচ্ছে। এজন্য তিনি কয়েকদিনের মধ্যে অনুশীলনে ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। তার ঐ অনুশীলনে পাখির চোখ থাকবে বিসিবির।
Discussion about this post