ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বছরের অক্টোবর থেকে আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব আল হাসান। এজন্য এ তারকা অলরাউন্ডার ২য় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন। দীর্ঘ পাঁচ মাস পর সেখান থেকে দেশে ফিরবেন এবং বিকেএসপিতে শুরু করবেন অনুশীলন। এমনটা জানিয়েছেন সাকিবদের ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিম।
জুয়াড়ির প্রস্তাবের কথা আইসিসির থেকে আড়ালে রাখার অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে গত বছরের ২৯ অক্টোবর নিষিদ্ধ হন সাকিব। তবে তার নিষেধাজ্ঞা প্রায় শেষের দিকে, ক্রিকেটে ফিরতে মরিয়া হয়ে আছেন এ অলরাউন্ডার। মাঠে ফিরে যাতে পুরনো ফর্ম ধরে রাখতে পারেন তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে চান তিনি।
কিছুদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল ইংল্যান্ডে অনুশীলন শুরু করবেন সাকিব। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন এ অলরাউন্ডের কোচ নাজমুল আবেদীন ফাহিম।
এ বছরের অক্টোবরের মাঝামাঝি শ্রীলঙ্কা সফর করতে পারে বাংলাদেশ। এর কয়েকদিন পরই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব। সিরিজ শুরু হতে হতে মুক্তি পেয়ে যাবেন এই বাঁহাতি ক্রিকেটার। নাজমুল আবেদীন ফাহিম নিশ্চিত করেন, দেশে অনুশীলনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসবেন সাকিব। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) তিনি অনুশীলন করবেন। এবং বিকেএসপির অনুশীলনের সকল সুবিধাই পাবেন বিকেএসপির এই শিক্ষার্থী।
Discussion about this post