ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। বাংলাদেশে ৭ অক্টোবর পর্যন্ত চলবে জুনিয়রদের এই লড়াই। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা আর হংকং।
২৯ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর মাঠে মুখোমুখি হবে ভারত-নেপাল আর আফগানিস্তান-আরব আমিরাত। ‘বি’ গ্রুপে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে লড়বে পাকিস্তান-হংকং। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই।
টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
যুব এশিয়া কাপের গ্রুপ পর্ব
তারিখ |
গ্রুপ |
মুখোমুখি |
ভেন্যু |
২৯ সেপ্টেম্বর |
এ |
আফগানিস্তান-আরব আমিরাত |
বিকেএসপি-৪ |
এ |
ভারত-নেপাল |
বিকেএসপি-৩ |
|
বি |
পাকিস্তান-হংকং |
এমএ আজিজ স্টেডিয়াম |
|
বি |
বাংলাদেশ-শ্রীলঙ্কা |
জহুর আহমেদ চৌধুরী |
|
৩০ সেপ্টেম্বর |
এ |
ভারত-আরব আমিরাত |
বিকেএসপি-৩ |
বি |
শ্রীলঙ্কা-হংকং |
জহুর আহমেদ চৌধুরী |
|
১ অক্টোবর |
এ |
আফগানিস্তান-নেপাল |
বিকেএসপি-৪ |
বি |
বাংলাদেশ-পাকিস্তান |
জহুর আহমেদ চৌধুরী |
|
২ অক্টোবর |
এ |
আফগানিস্তান-ভারত |
বিকেএসপি-৩ |
এ |
আরব আমিরাত-নেপাল |
বিকেএসপি-৪ |
|
বি |
পাকিস্তান-শ্রীলঙ্কা |
এমএ আজিজ স্টেডিয়াম |
|
বি |
বাংলাদেশ-হংকং |
জহুর আহমেদ চৌধুরী |
সেমিফাইনাল ও ফাইনাল
তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
৪ অক্টোবর |
প্রথম সেমিফাইনাল |
মিরপুর শেরেবাংলা |
৫ অক্টোবর |
দ্বিতীয় সেমিফাইনাল |
মিরপুর শেরেবাংলা |
৭ অক্টোবর |
ফাইনাল |
মিরপুর শেরেবাংলা |
Discussion about this post