বয়স মাত্র ৩৪। ইচ্ছে করলেই আরো কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারতেন তিনি। কিছুদিন আগেই ‘ইএসপিএন’এর সেরা ১০০ ক্রীড়াবিদের তালিকায় উঠে আসে তার নাম। সামনে ছিল ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার হাতছানি। ঠিক তখনই বুধবার দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন।
বিদায়ের কারণ- ‘ক্লান্তি’। জানান, ‘আমি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮টি টি-টুয়েন্টি খেলার পর সময় এসেছে বিদায়ের। আমি আমার কাজটা করেছি, সত্যি কথা বলতে আমি খুবই ক্লান্ত।’
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ডি ভিলিয়ার্সের। পরের বছর ইংলিশদের বিপক্ষে তার ওয়ানডেতে অভিষেক। টি-টুয়েন্টিতে ২০০৬ সালে অভিষেক এই ডানহাতি ব্যাটসম্যানের।
চলুন দেখে নেই ভিলিয়ার্সের বর্ণময় সেই ক্যারিয়ারের এক ঝলক-
ব্যাটিং | টেস্ট | ওয়ানডে | টি-টুয়েন্টি |
ম্যাচ | ১১৪ | ২২৮ | ৭৮ |
ইনিংস | ১৯১ | ২১৮ | ৭৫ |
রান | ৮৭৬৫ | ৯৫৭৭ | ১৬৭২ |
সর্বোচ্চ | ২৭৮* | ১৭৬ | ৭৯* |
গড় | ৫০.৬৬ | ৫৩.৫০ | ২৬.১২ |
স্ট্রাইকরেট | ৫৪.৫১ | ১০১.০৯ | ১৩৬.১৬ |
১০০ | ২২ | ২৫ | ০ |
৫০ | ৪৬ | ৫৩ | ১০ |
৪ | ১০২৪ | ৮৪০ | ১৪০ |
ফিল্ডিং | টেস্ট | ওয়ানডে | টি-টুয়েন্টি |
ম্যাচ | ১১৪ | ২২৮ | ৭৮ |
ক্যাচ | ২২২ | ১৭৬ | ৬৫ |
স্টাম্পিং | ৫ | ৫ | ৭ |
Discussion about this post