ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য এরইমধ্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সেই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশও। তার আগে আয়ারল্যান্ড সফর ও ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির জন্য টাইগাররা দেশ ছাড়বে ২৬ এপ্রিল। সাসেক্সে ক্যাম্প শেষে আয়ারল্যান্ড যাবে দল ৭ মে। সেখানেই আগামী ১২ই মে থেকে তিন জাতির ক্রিকেট সিরিজ। নর্দান আয়াল্যান্ডের ডাবলিনের দুই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট ৬টি ম্যাচ।
আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই মূলত এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। কারণ মূল লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ। এই ত্রিদেশীয় টুর্নামেন্টে হবে ডাবল লিগ। এ সিরিজে দেখা যাবে না কোন ফাইনাল। লড়াই শেষে টেবিলের শীর্ষে থাকা দল হয়ে যাবে চ্যাম্পিয়ন।
জানা গেছে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সকাল ১০.৪৫ মিনিটে। যার মানে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে মাঠের লড়াই।
দেখি নিন সিরিজ সূচি-
তারিখ ম্যাচ ভেন্যু
১২ মে – বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড , মালাহাইড
১৪ মে – আয়াল্যান্ড বনাম নিউজিল্যান্ড , মালাহাইড
১৭ মে – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ক্লন্টার্ফ ক্রিকেট ক্লাব
১৯ মে – বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড , মালাহাইড
২১ মে – আয়াল্যান্ড বনাম নিউজিল্যান্ড , মালাহাইড
২৪ মে – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ক্লন্টার্ফ ক্রিকেট ক্লাব
Discussion about this post