শনিবার রাত সাড়ে আটটা থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরেকটি আসর। প্রথম দিনই মুস্তাফিজুর রহমানের মুম্বাই খেলবে চেন্নাইয়ের সঙ্গে। সাকিব আল হাসানের নতুন দল হায়দরাবাদ মাঠে নামবে ৯ এপ্রিল।
এবার দু’টি করে ম্যাচ শুধুমাত্র শনি এবং রোববার রাখা হয়েছে। বিকেলের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৪টায়। আর সন্ধ্যার ম্যাচগুলো রাত সাড়ে ৮টায় শুরু হবে।
২০১৮ আইপিএলের পূর্ণাঙ্গ সূচি
৭ এপ্রিল : মুম্বাই বনাম চেন্নাই (মুম্বাই)
৮ এপ্রিল : দিল্লি বনাম পাঞ্জাব (দিল্লি)।
৮ এপ্রিল : কলকাতা বনাম বেঙ্গালুরু (কলকাতা)
৯ এপ্রিল : হায়দরাবাদ বনাম রাজস্থান (হায়দরাবাদ)
১০ এপ্রিল : চেন্নাই বনাম কলকাতা (চেন্নাই)
১১ এপ্রিল : রাজস্থান বনাম দিল্লি (জয়পুর)
১২ এপ্রিল : হায়দরাবাদ বনাম মুম্বাই (হায়দরাবাদ)
১৩ এপ্রিল : বেঙ্গালুরু বনাম পাঞ্জাব (বেঙ্গালুরু)
১৪ এপ্রিল : মুম্বাই বনাম দিল্লি (মুম্বাই),
১৪ এপ্রিল : কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা)
১৫ এপ্রিল : বেঙ্গালুরু বনাম রাজস্থান (বেঙ্গালুরু),
১৫ এপ্রিল : পাঞ্জাব বনাম চেন্নাই (ইন্দোর)
১৬ এপ্রিল : কলকাতা বনাম দিল্লি (কলকাতা)
১৭ এপ্রিল : মুম্বাই বনাম বেঙ্গালুরু (মুম্বাই)
১৮ এপ্রিল : রাজস্থান বনাম কলকাতা (জয়পুর)
১৯ এপ্রিল : পাঞ্জাব বনাম হায়দরাবাদ (ইন্দোর)
২০ এপ্রিল : চেন্নাই বনাম রাজস্থান (চেন্নাই)
২১ এপ্রিল : কলকাতা বনাম পাঞ্জাব (কলকাতা),
২১ এপ্রিল : দিল্লি বনাম বেঙ্গালুরু (দিল্লি)
২২ এপ্রিল : হায়দরাবাদ বনাম চেন্নাই (হায়দরাবাদ),
২২ এপ্রিল : রাজস্থান বনাম মুম্বাই (জয়পুর)
২৩ এপ্রিল : পাঞ্জাব বনাম দিল্লি (ইন্দোর)
২৪ এপ্রিল : মুম্বাই বনাম হায়দরাবাদ (মুম্বই)
২৫ এপ্রিল : বেঙ্গালুরু বনাম চেন্নাই (বেঙ্গালুরু)
২৬ এপ্রিল : হায়দরাবাদ বনাম পাঞ্জাব (হায়দরাবাদ)
২৭ এপ্রিল : দিল্লি বনাম কলকাতা (দিল্লি)
২৮ এপ্রিল : চেন্নাই বনাম মুম্বাই (চেন্নাই)
২৯ এপ্রিল : রাজস্থান বনাম হায়দরাবাদ (জয়পুর),
২৯ এপ্রিল : বেঙ্গালুরু বনাম কলকাতা (বেঙ্গালুরু)
৩০ এপ্রিল : চেন্নাই বনাম দিল্লি (চেন্নাই)
১ মে : বেঙ্গালুরু বনাম মুম্বাই (বেঙ্গালুরু)
২ মে : দিল্লি বনাম রাজস্থান (দিল্লি)
৩ মে : কলকাতা বনাম চেন্নাই (কলকাতা)
৪ মে : পাঞ্জাব বনাম মুম্বাই (মোহালি)
৫ মে : চেন্নাই বনাম বেঙ্গালুরু (চেন্নাই),
৫ মে : হায়দরাবাদ বনাম দিল্লি (হায়দরাবাদ)
৬ মে : মুম্বাই বনাম কলকাতা (মুম্বাই),
৬ মে : পাঞ্জাব বনাম রাজস্থান (মোহালি)
৭ মে : হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু (হায়দরাবাদ)
৮ মে : রাজস্থান বনাম পাঞ্জাব (জয়পুর)
৯ মে : কলকাতা বনাম মুম্বাই (কলকাতা)
১০ মে : দিল্লি বনাম হায়দরাবাদ (দিল্লি)
১১ মে : রাজস্থান বনাম চেন্নাই (জয়পুর)
১২ মে : পাঞ্জাব বনাম কলকাতা (মোহালি),
১২ মে : বেঙ্গালুরু বনাম দিল্লি (বেঙ্গালুরু)
১৩ মে : চেন্নাই বনাম হায়দরাবাদ (চেন্নাই),
১৩ মে : মুম্বাই বনাম রাজস্থান (মুম্বাই)
১৪ মে : পাঞ্জাব বনাম বেঙ্গালুরু (মোহালি)
১৫ মে : কলকাতা বনাম রাজস্থান (কলকাতা)
১৬ মে : মুম্বাই বনাম পাঞ্জাব (মুম্বাই)
১৭ মে : বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু)
১৮ মে : দিল্লি বনাম চেন্নাই (দিল্লি)
১৯ মে : রাজস্থান বনাম বেঙ্গালুরু (জয়পুর)
১৯ মে : হায়দরাবাদ বনাম কলকাতা (হায়দরাবাদ)
২০ মে : দিল্লি বনাম মুম্বাই (দিল্লি),
২০ মে : চেন্নাই বনাম পাঞ্জাব (চেন্নাই)
২২ মে : প্রথম কোয়ালিফায়ার (মুম্বাই)
২৩ মে : এলিমিনেটর ( ঠিক হয়নি)
২৫ মে : দ্বিতীয় কোয়ালিফায়ার ( ঠিক হয়নি)
২৭ মে : ফাইনাল (মুম্বাই)।
Discussion about this post