নিউজিল্যান্ড থেকে ইনজুরি নিয়ে দেশে ফিরেছেন তিনি। কিন্তু মাঠে ফিরতে মুখিয়ে উঠেছেন ইমরুল কায়েস। ভারতের বিপক্ষে ৯ ফেব্রুয়ারির টেস্টে চোখ এই ব্যাটসম্যানের। কিন্তু তার আগে তো ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারই বিসিবির ফিটনেস পরীক্ষায় মুখোমুখি হতে হবে তাকে।
তার আগে অবশ্য আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড থেকে ইনজুরি নিয়ে ফেরা আরেক ক্রিকেটার মুশফিকুর রহীম। একদিন আগেই বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী খুশির খবর দিয়েছেন তাকে। বড় কোন সমস্যা না হলে হায়দ্রাবাদে ঐতিহাসিক সেই টেস্ট খেলতে কোন সমস্যা হওয়ার কথা নয় তার। তবে দুশ্চিন্তা আছে ইমরুলকে নিয়ে।
ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্রুত রান নিতে গিয়ে ডাইভ দিয়ে বাঁ ঊরুতে আঘাত পেয়েছিলেন ইমরুল। পেশিতে ধরা পড়ে ‘টিয়ার।’ সেই ধাক্কায় খেলা হয়নি ক্রাইস্টচার্চ টেস্ট। রোববার মিরপুরের ক্রিকেট একাডেমিতে সাইক্লিং করতে দেখা গেল এই ব্যাটসম্যানকে। কিছুক্ষণ দৌড়ালেন।
তারপরই মুখোমুখি হলেন মিডিয়ার। ইমরুল কায়েস বলেন, ‘ঊরুতে আগের মতো ব্যথা নেই। আজ সাইক্লিং আর রানিং করলাম। তারপরও সেখানে ব্যথা হয়নি। ডাক্তারের সঙ্গে কথা হল। আশা করছি টেস্ট শুরুর আগে ফিট হয়ে উঠবো আমি।’ ২ ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ। বলা হচ্ছে মঙ্গলবারের মধ্যে মিলতে হবে ফিটনেস সার্টিফিকেট।
বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বেশ সতর্ক। পুরোপুরি ফিট হয়ে না কারো ফেরার পক্ষপাতি তিনি নন। এক্ষেত্রে তার এবং ফিজিওর ফিটনেস সার্টিফিকেট পেলেই নির্বাচকরা সেই ক্রিকেটারকে ভারত সফরে দলে রাখার কথা ভাববেন।
Discussion about this post