ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ থেকে দেশে ফিরে বিশ্রামের সুযোগ পায়নি ক্রিকেটাররা। নতুন মিশনে দল এখন শ্রীলঙ্কায়। দ্বীপ দেশটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচটা অনায়াসেই জিতে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের লড়াকু পুঁজি উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছে তামিম ইকবালের দল।
মঙ্গলবার কলম্বোতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচটি ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বুঝিয়ে দেয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিততেই দল পা রেখেছে দেশটিতে। যদিও দলে ছিলেন না সাকিব আল হাসান। যিনি সদ্য শেষ বিশ্বকাপে ব্যাটে-বলে ঝড় তুলেছিলেন। এই সফরের আগেি্ ছুটি নিয়েছেন সাকিব। আর শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ে দলে নেই মাশরাফি বিন মর্তুজা। তারপরও শুরুটা বেশ ভালই হল সফরকারীদের।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ ৮ উইকেটে ৫০ ওভারে করে ২৮২ রান। জবাব দিতে নেমে ৪৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে স্বাগতিকরা। জয়ের নায়ক মোহাম্মদ মিঠুন। তার ব্যাট থেকে আসে ৯১ রান।
প্রশ্ন ছিল সাকিবের অনুপস্থিতে এই সফরে ব্যাটিংয়ের তিন নম্বর জায়গাটা কে পাবেন? উত্তরটা মিলল মোহাম্মদ মিঠুনকেই দেখা যাবে। প্রথম পরীক্ষায় টিম ম্যানেজম্যান্টের আস্থা জয় করলেন তিনি।
এদিন টস জিতে ব্যাট করতে নেনে ব্যাট করতে নেমে লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট দল শুরুতেই চাপে পড়ে। ৩২ রানে হারায় ৩ উইকেট। তবে শুরুর ধাক্কা সামলে তারা গড়ে বড় সংগ্রহ। দাসুন শানকা ৬৩ বলে খেলেন ৮৬ রানের অপরাজিত এক ইনিংস। শেহান জয়সুরিয়া করেন ৭৮ বলে ৫৬ রান।
রুবেল হোসেন ও সৌম্য সরকার নেন দুটি করে উইকেট। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ শিকার করেন একটি করে উইকেট। ম্যাচে ৯ বোলারকে দিয়ে বল করালেনন অধিনায়ক তামিম। সেই হিসাবে তেমন সফলতা মিলল কোথায়?
এরপর তামিম ইকবাল-সৌম্য সরকার শুরুটা ভালই করেন। দলীয় ৪৫ রানে ফেরেন সৌম্য (১৩)। তামিম ৪৭ বলে ৩৭ রানে আউট। তারপরই মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম গড়েন ৭৩ রানের জুটি।
মুশফিক ফেরেন ৫০ রানে। ৪৬ বলে খেলা ইনিংসে ছিল ৬ বাউন্ডারি ও ১ ছক্কা। হতাশা নিয়েই ফেরেন মিঠুন। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে তিনি আউট নার্ভাস ৯১ রানে। ১০০ বলে ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় এই ইনিংস খেলেন তিনি। শেষে সাব্বির রহমান (৩১) ও মোসাদ্দেক হোসেন (১৫) দলকে এনে দেন জয়।
এবার টাইগারদের আসল লড়াই। ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তামিমের দল।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ: ৫০ ওভারে ২৮২/৮ (ডিকভেলা ০, গুনাথিলাকা ২৬, ওশাদা ২, রাজাপাকসা ৩২, জয়াসুরিয়া ৫৬, অ্যাঞ্জেলো ৭, শানাকা ৮৬*, হাসারাঙ্গা ২৮, দনাঞ্জয়া ৯, আপন্সো ১৩*; রুবেল ২/৩১, তাসকিন ১/৫৭, মুস্তাফিজ ১/২৯, সৌম্য ২/২৯, ফরহাদ রেজা ১/২২)
বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৮৫/৫ (তামিম ৩৭, সৌম্য ১৩, মিঠুন ৯১, মুশফিক ৫০, মাহমুদউল্লাহ ৩৩, সাব্বির ৩১*; মোসাদ্দেক ১৫*; রাজিথা ১/৫৭, কুমারা ২/২৬, দনাঞ্জয়া ১/৪৭, হাসারাঙ্গা ১/৩৯)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
Discussion about this post