শুরুতে ব্যাটসম্যানরা পথ দেখালেন, এরপর বোলাররাও সফল। দুইয়ে মিলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এবার দারুণ জয়ে মৌসুম শুরু করল লিজেন্ডস অব রূপগঞ্জ। নাঈম ইসলাম-সাব্বির রহমানের যুতসই ব্যাটিংয়ের পর নিখুঁত বোলিংয়ে শুভসূচনা সাবেক চ্যাম্পিয়নদের। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে অনায়াসে হারিয়ে হাসিমুখ লিজেন্ডসদের।
বিকেএসপির চার নম্বর মাঠে মঙ্গলবার ডিপিএলে মুখোমুখি হয় রূপগঞ্জ ও গাজী গ্রুপ। যেখানে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৯১ রান তুলে রূপগঞ্জ। জবাবে নেমে ৩০.৪ ওভারে ১৪৪ রানে অলআউট গাজী গ্রুপ। ১৪৭ রানের বড় জয় নিয়ে এবারের লিগে পথচলা শুরু হলো রূপগঞ্জের।
ব্যাটসম্যানরাই শুরুতে পথ তৈরি করে দিয়েছেন। সাবেক চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন নাঈম। তার ১১৪ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়। ৪৯তম ওভারে এসে আউট হন তিনি। তার আগে ৭৫ বলে করেন অর্ধশতক।
তার পাশাপাশি সাব্বির মেলে ধরেন নিজেকে। নাঈমের সঙ্গে পঞ্চম উইকেটে ৩১ বলে তুলেন ৫০। শেষ অব্দি ২৫ বলে ৫টি চার ও ১টি ছয়ে করেন ৪২ রান। রবিউল করেন ৪৬ রানে। তার আগে নাঈমের সঙ্গে জুটি বেঁধে করেন ৮৩ রান। ভারতীয় ব্যাটসম্যান চিরাগ জানি করেন ৪৪ বলে ৪৭। তানভীর হায়দার ৭ ও মেহেদী হাসান রানা ১ রানে অপরাজিত। গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাজী অনিক। ২ উইকেট নেন আলমগীর হোসেন।
এরপর গাজী গ্রুপ ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারায়। ৪৫ রানে ৪ উইকেট পতনে প্রতিপক্ষকে চেপে ধরে লিজেন্ডসরা। মাহমুদুল হাসান জয় করেন ৩৩। তিনি একাই কিছুটা লড়েন। বাকিটা সময় রূপগঞ্জেরই দাপট।
রূপগঞ্জের হয়ে ৭ জন বোলিংয়ে প্রত্যেকেই নিয়েছেন উইকেট। ২ উইকেট করে নেন সনজিত সাহা ও তানভীর হায়দার। সবচেয়ে কম ৪টি বল করে এক উইকেট নিয়েছেন অধিনায়ক নাঈম ইসলাম। ব্যাটে-বলে দাপটে তিনিই ম্যাচসেরা!
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৯১/৭ (তানজিদ ২৩, আলভি ১৭, রকিবুল ৪৬, নাঈম ৯২, চিরাগ ৪৭, সাব্বির ৪২, তানবীর ৭, মেহেদি রানা ১*; আলমগীর ১০-০-৬৫-২, আশিকুর ১০-০-৬৮-০, কাজী অনিক ১০-০-৩৬-৩, মাহমুদুল ৪-০-২২-০, হাবিব মেহেদি ১০-০-৫৯-০, আল আমিন জুনিয়র ৬-০-৩৪-১)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩০.৪ ওভারে ১৪৪/১০ (মারুফ ১, সানি মৃধা ১৭, ফরহাদ ১১, আল আমিন জুনিয়র ৯, মাহমুদুল ৩৩, আকবর ২৯, সাইদ ১০, কাজী অনিক ৭, হাবিব মেহেদি ৪, আশিকুর ১১, আলমগীর ০*; নাবিল ৬-০-২৩-১, শফিকুল ৫-১-১৭-১, চিরাগ ৪-০-১২-১, সঞ্জিত ৯-০-৪৭-২, মেহেদি রানা ৪-০-২১-১, তানবীর ২-০-১০-২, নাঈম ০.৪-০-৮-১)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১৪৭ রানে জয়ী
ম্যাচসেরা: নাঈম ইসলাম
Discussion about this post