ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম ম্যাচেই বাজিমাত খুলনা টাইগার্সের। অবশ্য বঙ্গবন্ধু বিপিএলে দারুণ দল গড়েছে তারা। তার সুফলটা পেলো প্রথম ম্যাচে। আগের ম্যাচে জেতা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিয়েছে মুশফিকুর রহিমের দল।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে জিতেছে খুলনা। লক্ষ্য ছিল ১৪৫ রান। সেই চ্যালেঞ্জে ৩৭ বল হাতে রেখেই হাসিমুখ খুলনার।
যদিও জবাব দিতে নেমে ব্যাটিংয়ের শুরুটা ভাল ছিল না খুলনার। শুরুতেই ৪ রান করে আউট নাজমুল হোসেন শান্ত। তবে এরপরই ঝড় তুলেন রহমানউল্লাহ গুরবাজ। চার-ছক্কার ঝড় তুলেন তিনি। ১৮ বলে করেন ফিফটি। যা কীনা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। বিপিএলে এরচেয়ে কম বলে ফিফটি আছে মাত্র একটি। ২০১২ সালে প্রথম আসরে ১৬ বলে ফিফটি করেন আহমেদ শেহজাদ।
শেষ পর্যন্ত ১৯ বলে খেলা তার ৫০ রান করে ফেরেন গুরবাজ। তার ইনিংসে ছিল পাঁচ ছক্কা ও চারটি চার।
ব্যাটে দাপট দেখান রাইলি রুশোও। সঙ্গে মুশফিক। দু’জন ৭২ রানের জুটিতে দলকে এনে দেন সহজ জয়। ৩৮ বলে সাত চার ও দুই ছক্কায় ৬৪ রানে অপরাজিত দক্ষিণ আফ্রিকান রুশো। দলকে জিতিয়ে মুশফিক নটআউট ২৮।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চাডউইক ওয়ালটন ও লেন্ডল সিমন্স গড়েন ৪৫ রানের উদ্বোধনী জুটি। তারপর হতাশই করেন আগের ম্যাচ জেতা চট্টগ্রামের ব্যাটসম্যানরা। এরমধ্যে নাসির হোসেন সম্ভাবনা জাগিয়ে ফেরেন ২৪ রানে। শেষে মুক্তার আলী ১৪ বলে করেন ২৯ রান। তারপরও বড় পুঁজি পায়নি দল। শেষ অব্দি হেরে যায় ম্যাচে।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৪৪/৬ (সিমন্স ২৬, ওয়ালটন ১৮, ইমরুল ১২, নাসির ২৪, সোহান ১৯, মুক্তার ২৯*, এমরিট ১, রুবেল ৬*; আমির ৪-০-৩৩-০, ফ্রাইলিঙ্ক ৪-০-২১-১, শফিউল ৪-০-৩০-১, শহিদুল ৪-০-৩২-১, আমিনুল ৪-০-২৫-১)
খুলনা টাইগার্স: ১৩.৫ ওভারে ১৪৬/২ (শান্ত ৪, গুরবাজ ৫০, রুশো ৬৪*, মুশফিক ২৮*; নাসুম ২-০-১৮-১, নাসির ২-০-১৬-০, রুবেল ৩-০-৩১-০, এমরিট ১-০-১৮-০, মুক্তার ১-০-২০-১, উইলিয়ামস ২.৫-০-২৭-০, এনামুল জুনিয়র ২-০-১৬-০)
ফল: খুলনা টাইগার্স ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রাইলি রুশো
Discussion about this post