বিস্ময়কর, না, তারচেয়েও যেন বেশি! এমন কাকতলীয় ঘটনা কমই দেখেছে বিশ্ব। শুক্রবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে সাকিব আল হাসান জড়িয়ে গেলেন এক অদ্ভুদ রেকর্ডের সঙ্গে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টুয়েন্টিতে সাকিবের ব্যাট আর বল হাতে পারফরম্যান্সে এতটাই মিল যে-এটাকে মনে হতে পারে ভুতুড়ে!
মিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশ পায় ২৩ রানে জয়। যেখানে ব্যাট হাতে তিনে নেমে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব। বল হাতে নেন ১ উইকেট। দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ জয় তুলে নেয় ৫ উইকেটে। এই ম্যাচে সাকিব ১ উইকেট শিকার করেন। এরপর ব্যাট হাতে তুলেন ২৬ রান। শনিবার তৃতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ জয় পায় ১০ রানে। এখানেও সাকিবের ব্যাটে ২৬। বল হাতে নিয়েছেন ১ উইকেট।
দ্বিতীয় ও তৃতীয় টি-টুয়েন্টিতে সাকিবের পারফরম্যান্সে এমনই মিল। তার পথ ধরে একটা রেকর্ডও হয়েছে। ক্রিকেটের রেকর্ড জানাচ্ছে, টি-টুয়েন্টিতে একই দলের বিপক্ষে পরপর দুই ম্যাচে একজন খেলোয়াড়ের একই রকম স্কোর (সাকিবের ক্ষেত্রে ১৭ বলে ২৬ রান) ও একই রকম বোলিং ফিগার (সাকিবের ক্ষেত্রে ৪-০-২২-১) আগে দেখা যায়নি।
দুই ম্যাচেই সাকিবের স্ট্রাইক রেট ১৫২.৯৪। আবার মিল বাউন্ডারিতেও। দুই ম্যাচেই ইনিংসে ৪টি করে চার, ছক্কা নেই একটিও।সাকিব ৪ ওভার বল করে রান দিয়েছেন সমান ২২। দুই ম্যাচেই সাকিবের ওভারপ্রতি গড়ে রান দেওয়ার হার ৫.৫০! কী অদ্ভুদ মিল!
Discussion about this post