ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
উদ্বোধনী জুটিতে মোহাম্মদ নাঈম ও আজমীর আহমেদ তুলেন ১৩২ রান। আজমীর ৪৮ রানে ফিরলেও নাঈম তুলে নেন সেঞ্চুরি। অধিনায়ক নাঈম ইসলামের সঙ্গে বড় জুটি গড়ে তুলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করেন দুই নাঈমই। এরই পথ ধরে রানের পাহাড় উঠেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
১৯ বছর বয়সী মোহাম্মদ নাঈম ও অভিজ্ঞ নাঈমও অসাধারণ করে পেয়ে যান তিন অঙ্কের ম্যাজিকেল স্কোর। রান উৎসব করেন দু’জন।
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৩৫৭ রানের বড় স্কোর গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ।
ম্যাচে টস ভাগ্য অবশ্য সঙ্গে ছিল না। তারপরও নাঈম ও আজমীরের উদ্বোধনী জুটিতে মাত্র ১৭.২ ওভারে তুলেন ১৩২ রান। আজমীরের ৪৭ বলে ৪৮ রানে ফিরে যান। ৪০ বলে ফিফটি করেন তরুণ নাঈম। এরপর মাত্র ৮১ বলে তুলে নেন নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম শতরান। ১২২ রান করতে বাঁহাতির ১০৮ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছয়।
নাঈম ইসলাম ক্যারিয়ারের নবম লিস্ট ‘এ’ সেঞ্চুরিটি তুলেন ৯০ বলে। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে নাঈম করেন ৯৮ বলে ১০৮ রান। ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছক্কা। দল গড়ে ৫০ ওভারে ৭ উইকেটে ৫৭ রান।
এরপর রিশি ধাওয়ানের ২৩ বলে ৩২ রান করেন। তারই পথ ধরে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৩৫৭ রানের সংগ্রহ পায় রূপগঞ্জ। শাইনপুকুরের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন সুজন হাওলাদার, দেলোয়ার হোসেন ও হামিদুল ইসলাম।
Discussion about this post