ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেশ আগে থেকেই জাতীয় দলের সঙ্গে রয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এরইমধ্যে এ ডানহাতি ব্যাটসম্যানের ক্যারিয়ারের উত্থান-পতন দুই-ই দেখা হয়েছে। তবে দুঃসময় এলে এখন আর ভেঙে পড়েন না তিনি। মানসিকতার পরিবর্তন ঘটিয়ে নিজের ব্যাটিংকে আরও উন্নতির চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার রাব্বি বলেন, ‘গত এক বছরে আমার মানসিকতার অনেক উন্নতি হয়েছে। আগে এক-দুইটা খারাপ ইনিংস খেললে বা খারাপ সময় আসলে ভেঙে পড়তাম। এখন ওরকম নেই। এখন আমি জানি ভালো সময়ে কীভাবে ফেরা যায়।’
ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি কাজ করেছিলেন রাব্বিকে নিয়ে। নতুন কোচ জন লুইসের কাছ থেকেও সহায়তা পাওয়ার প্রত্যাশা রাব্বির। জানালেন, জাতীয় দলের সাথে থাকতে পেরে কতটা রোমাঞ্চিত তিনি,‘আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা অনুভূতি। প্রায় এক বছর পর আমরা টেস্ট ক্রিকেটে নামছি। আর সেটা যদি হয় চট্টগ্রাম, আমার হোমটাউন… অন্যরকম একটা রোমাঞ্চ কাজ করছে। জানি না একাদশে থাকার সুযোগ হবে কি হবে না। তবে দলের সাথে এই জায়গায় আছি এটাই আমার জন্য অনেক দারুণ অনুভূতি।’
টেস্ট একাদশে জায়গা পাওয়া না পাওয়ার নিয়ে ভাবছেন না রাব্বি। তবে ক্যাম্পে থাকা সিনিয়রদের কাছ থেকে শিখতে একচুলও পিছিয়ে নেই চট্টগ্রামের তরুণ এই ক্রিকেটার। রাব্বি বলেন, ‘সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই- সবাইকে আগে কখনো একসাথে পাইনি। তাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করতে পারছি, এ নিয়ে অনেক রোমাঞ্চিত ছিলাম। টেস্টে এসে আবার তিনজনকে পাচ্ছি। তামিম ভাই সাকিব ভাইদের খেলা দেখে ছোট থেকে বড় হয়েছি। অনেক রোমাঞ্চিত; বলতে পারব না, ভাষায় প্রকাশ করতে পারব না।’
তিনি আরও বলেন, ‘সিনিয়র ভাইদেরকে যতই দেখি ততই আসলে অবাক হই। মুশফিক ভাইর কথা তো আমরা সবাই জানি। সাকিব ভাই তামিম ভাইও এই পর্যায়ে এসে যে হার্ড ওয়ার্ক করে। ওদের সাথে সবসময় কথা বলি এসব বিষয় নিয়ে। এখন যে যুগ, নিজেকে ওভাবে তৈরি না করলে খেলা খুব কঠিন হয়ে যায়। সবার কাছ থেকেই ভালো ভালো জিনিস শেখার চেষ্টা করছি।’
Discussion about this post