ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ মিশনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে লড়াই দিয়েই এবারের বিশ্বকাপ শেষ করবে মাশরাফি বিন মর্তুজার দল। তবে শেষ ম্যাচের আগে দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম বড় তারকা মুশফিকুর রহীম। সরফরাজদের বিপক্ষে লর্ডসে তার খেলা নিয়েও থাকছে কিছুটা শঙ্কা!
অবশ্য বাংলাদেশের সেমি-ফাইনাল স্বপ্ন ভেঙ্গেছে আগের ম্যাচেই। ভারতের কাছে হেরে সব শেষ। এখন শুধুই সম্মান আর নিয়মরক্ষার ম্যাচ।
এরইমধ্যে বৃহস্পতিবার নেটে অনুশীলনের সময় চোট পেয়েছেন মুশফিক। এই উইকেটকিপার-ব্যাটসম্যানের কনুইয়ে আঘাত করেছে বল। স্থানীয় সময় সকাল ১০টার দিকে অনুশীলন করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রথম সেশনের ব্যাটিং অনুশীলনে গিয়ে ব্যথা পান মুশফিক। এরপর আর ব্যাট করতে পারেন নি তিনি।
চোট নিয়ে দ্রুত ড্রেসিং রুমে ফিরে যান মুশফিক। এই বিশ্বকাপে এর আগেও আঘাত পেয়েছিলেন মুশি। সেই চোট সামলে বেশ ভাল ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। সাকিব আল হাসানের পর দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনিই।
প্রাথমিক অবস্থা দেখে জানা গেছে এবারের চোট মারাত্মক নয়। টাইগারদের কোচ স্টিভ রোডস বলেন, ‘মুশফিকের চোট খুব একটা গুরুতর নয়। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবে ও।’ স্বস্তির খবরই বটে!
Discussion about this post