নতুন ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট ‘দা হানড্রেড’। ইংল্যান্ডের এই ঘরোয়া টুর্নামেন্টে দল পাননি বাংলাদেশের কেউ। ড্রাফটে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবালছাড়াও বাংলাদেশের আট ক্রিকেটার।সোমবার অনুষ্ঠিত হয় একশ বলের নতুন এই টুর্নামেন্টের ড্রাফট। একদিন পর মঙ্গলবার দল পাওয়া ক্রিকেটারদের নাম জানা গেল। যেখানেদেখা যাচ্ছে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি ৮ দল।
এবার ড্রাফটে নাম দেন ৮ জন। ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব ও তামিম। ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে লিটন দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান। তাসকিন আহমেদ, আবু হায়দার ও সৌম্য সরকারের মূল্য নির্ধারণ করেনি আয়োজকরা।
ড্রাফট থেকে এবার দল পেলেন মোট ৩৫ জন ক্রিকেটার। ২৮ জন স্থানীয় কোটায়, ৭ জন বিদেশি কোটায়। সব ঠিক থাকলে আগামী জুলাইয়ে শুরু হতে পারে ১০০ বলের এই আলোচিত টুর্নামেন্ট।
Discussion about this post