ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আরেকটু হলে চমকে যাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হেরেই তো যেতে পারতো তারা। হাতে ছিল কম পুঁজি। তারপরও জিতল টাইগার যুবারা। রোমাঞ্চ ছড়িয়ে হাসিমুখ। শুরু অধিনায়ক মেহরব হাসান ও প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাটে দেড়শ ছাড়ানো স্কোর গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তারপর বল হাতে বাজিমাত রিপন মণ্ডল, আশিকুর জামানদের।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম যুব ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের যুবারা জিতল ১৬ রানে। শুরুতে ব্যাটিংয়ে নেমে জুনিয়ার টাইগাররা করে ১৫৪ রান। এরপর প্রতিপক্ষকে অলআউট করে ১৩৮ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মেহরবের ব্যাটিংয়ে পথ দেখান। ৫৭ বলে ৪৯ রান করেন তিনি। ওপেনার নাবিলের ৪২ রান করেন। আইচ মোল্লা ৩৮ বলে ২২ করে আউট। ২১ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার বিলাল সামি। বাঁহাতি স্পিনার শাহিদুল্লাহ হাসানির নেন ৩ উইকেট।
জবাবে নামা আফগান যুবাদের স্বস্তি দেননি পেসার রিপন মন্ডল। তিনি ২০ রানে নেন ৪ উইকেট। আশিকুর ২৫ রানে ২ উইকেট। ৩১ রানে ২ উইকেট নেন নাইমুর।
সিলেটের এই মাঠেই রোববার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ও আফগানিস্তানের যুবারা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩৮.৩ ওভারে ১৫৪/১০ (নাবিল ৪২, মফিজুল ৫, আরিফুল ০, আইচ ২২, মেহরব ৪৯, তাহজিবুল ৭, রিপন ০, কিবরিয়া ১, নাইমুর ৪, শামসুল ০, আশিকুর ১; বিলাল ৬.৩-০-২১-৪, আরব ৭-১-২০-১, খারোতে ৬-০-২৯-০, আহমাদজাই ৩-০-১৩-০, নাভিদ ১০-০-২৭-২, হাসানি ৬-০-৩৮-৩)
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.২ ওভারে ১৩৮/১০ (আরবজাই ২, সাফি ৪৮, ইজাজ ১৮, নাজিবুল্লাহ ৫, আহমাদজাই ৫, খারোতে ২৬, ইশহাক ০, নাভিদ ১১, বিলাল ১, হাসানি ৭*, আরব ১; আশিকুর ৯-২-২৫-২, রিপন ৯.২-১-২০-৪, কিবরিয়া ২-০-৭-০, মেহরব ৭-০-১৭-১, আইচ ৫-০-২৪-০, আরিফুল ৬-০-১১-১, নাইমুর ১০-০-১-৩১-২)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৬ রানে জয়ী
Discussion about this post