আরেকটা স্বপ্নের মতো দিন বাংলাদেশ ক্রিকেট দলের। তবে আক্ষেপ থাকল দুই ব্যাটসম্যানের। সেঞ্চুরি পাবো-পেলাম করেও যে পেলেন না মুমিনুল হক ও লিটন দাসের। তারপরও মাউন্ট মঙ্গানুই টেস্টে মনে রাখার মতো একটা দিন কাটল টাইগারদের। সোমবার তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে লাল-সবুজের প্রতিনিধিরা। বে ওভালে হাতে ৪ উইকেট রেখে ৭৩ রানের লিড নিয়ে দিন শেষ করল মুমিনুলের দল। নিউজিল্যান্ডের ১ম ইনিংসে করা ৩২৮ রানের জবাবে বাংলাদেশ তুলল ৬ উইকেটে ৪০১ রান।
দারুণ দিনে বাংলাদেশ পেতে পারতো দুটি শতরান। কিন্তু আশির ঘরে এসে আউট তারা। ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে অধিনায়ক মুমিনুল ফেরেন ৮৮ রানে। তার পথ ধরে ভাঙে মুমিনুল ও লিটনের পঞ্চম উইকেটে ১৫৮ রানের জুটি। এরপর লিটন ফিরেন ৮৬ রানে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বড় লিডের পথেই আছে বাংলাদেশ। ইয়াসির আলি ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে এখন দলীয় সংগ্রহ ৪০০ পেরিয়ে গেছে। তৃতীয় দিন শেষে দলের পুঁজি ১ম ইনিংসে ৬ উইকেটে ৪০১। ১১ রানে উইকেটে ইয়াসির আলি। ২০ রানে অপরাজিত থেকে অন্যপ্রান্তে মেহেদী হাসান মিরাজ। লিড ৭৩ রান।
এর আগে সোমবার সকালে ২ উইকেট হারিয়ে ১৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ দল। লিটন কুমার দাস ও অধিনায়ক মুমিনুল হকের ব্যাটিংয়ে লিড নিতে দেরি হয়নি। এরপর মুমিনুল ও লিটন ছিলেন শতরানের পথে। কিন্তু কে জানতে শেষে এসে এভাবে হতাশ হতে হবে? ১২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক। লিটন ১৪ রানের জন্য পালেন না শতক।
২৪৪ বল খেলে ৮৮ রান করে ট্রেন্ট বোল্টের এলবিডব্লিউ মুমিনুল। এরপরই ট্রেন্ট বোল্টের বলে কিপার টম ব্লানডেলের গ্লাভসে ধরা পড়েন লিটন। করেন ১৭৭ বলে ৮৬ রান।
এখন ইয়াসির আলি চৌধুরি ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে তাকিয়ে বাংলাদেশ। তারা লড়লে নিশ্চিত করেই জয়ের স্বপ্ন দেখবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১০৮.১ ওভারে ৩২৮/১০ (নিকোলস ৭৫, রবীন্দ্র ৪, জেমিসন ৬, সাউদি ৬, ওয়্যাগনার ০, বোল্ট ৯*; তাসকিন ২৬-৭-৭৭-০, শরিফুল ২৬-৭-৬৯-৩, ইবাদত ১৮-৩-৭৫-১, মিরাজ ৩২-৯-৮৬-৩, শান্ত ২-০-১০-০, মুমিনুল ৪.১-০-৬-২)।
বাংলাদেশ প্রথম ইনিংস: (আগের দিন ১৭৫/২) ১৫৬ ওভারে ৪০১/৬ (মাহমুদুল ৭৮, মুমিনুল ৮৮, মুশফিক ১২, লিটন ৮৬, ইয়াসির ১১*, মিরাজ ২০*; সাউদি ৩২-৪-৯৪-০, বোল্ট ৩০-১১-৬১-৩, জেমিসন ৩০-৯-৭২-০, ওয়্যাগনার ৩১-৮-৭২-৩, রবীন্দ্র ২৬-৪-৬৪-০)।
#তৃতীয় দিন শেষে
Discussion about this post