ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সৌরভ গাঙ্গুলির সঙ্গে সম্পর্কটা সব সময়ই ভালো বাংলাদেশ ক্রিকেটের। ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে যোগাযোগেরও কমতি নেই। দাদা বলেই পরিচিত তিনি। আবার বরাবরই টাইগার ক্রিকেট নিয়ে গলা উঁচু করেই প্রশংসা করেন সৌরভ। বাঙালি বলেই হয়তো বন্ধনটাও বেশ মজবুত। সেই সৌরভ গাঙ্গুলি এবার হচ্ছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট। এমন খবরে দারুণ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারাও।
ব্যক্তিগত সম্পর্কের দাবি থেকেও এখন বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে মনে করছেন বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। সোমবার তিনি জানাচ্ছিলেন, ‘এমনিতেই বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক ভালো আমাদের। এখন যারা রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক ভাল। অতীতে যারা ছিলেন, তাদের সঙ্গেও ভাল সম্পর্ক ছিল। এরমধ্যে সৌরভ গাঙ্গুলী একজন বাঙালি, একজন সাবেক ক্রিকেটার, সেজন্য নিঃসন্দেহে বাড়তি একটা সুবিধা পাব আমরা। তার সঙ্গে কোনো একটা ইস্যু নিয়ে আলোচনা করতে আমরা হয়তো আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ করব।’
জালাল ইউনুস গণমাধ্যমে আরও বলেন, ‘আমাদের অনেকের সঙ্গেই সৌরভের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। বাংলাদেশে অনেকবার খেলে গিয়েছেন। হি ইজ ভেরি ইয়াং। আমাদের এখানে তার একটা আত্মার সম্পর্ক আছে, নিঃসন্দেহে এই ব্যাপারগুলো কাজে লাগবে।’
বিসিসিআই অবশ্য বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে কখনোই তেমন রাজি ছিল না। দীর্ঘ সময় পর আগামী মাসে দল যাবে ভারত সফরে। জালাল ইউনুস মনে করেন সৌরভ গাঙ্গুলি ভারতীয় বোর্ডের নেতৃত্বে আসায় দ্বিপাক্ষিক সিরিজ, জুনিয়র লেভেলে একচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আরও বেশি আলোচনা করার সুযোগ থাকবে!
দাদা বোর্ড প্রধান হচ্ছেন, বাড়তি কিছুর আশায় এখন বিসিবি কর্তারা।
Discussion about this post