ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েকবছর ব্যাট হাতে দারুণ সময় পার করছেন বিরাট কোহলি। এর স্বীকৃতি সোমবার পেয়ে গেলেন তিনি। আইসিসির দশকসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড জিতলেন বিরাট কোহলি।
আইসিসির ওয়ানডের দশকসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক কোহলি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দশকের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার নিজের করে নিয়েছেন আফগানিস্তানের রশিদ খান।
‘আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড’ পেয়েছেন ধোনি।
দশকের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে কোহলি পেয়েছেন স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড। এরপরই টুইটারে বিরাট বলেছেন, ‘আমার আত্মা ও হৃদয় দলের জন্য নিবেদিত। এই মানসিকতা নিয়েই আমি খেলছি।’
এরআগে আইসিসির দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হন কোহলি। এদিকে ভারত অধিনায়ক জায়গা করে নিয়েছেন দশ বছরের সেরা ওয়ান ডে ও টি-টুয়েন্টি দলেও। তিনি শুধু হাতছাড়া করেছেন দশকের সেরা টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার।
গত মে মাসে ২০১১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে প্রতিটি বিভাগে সাত জনের মনোনয়নের তালিকা প্রকাশ করেছিল আইসিসি। এরপর দর্শক ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটে নির্বাচিত হলো সেরা। দশকসেরা হতে কোহলি পেছনে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন, জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স ও কুমার সাঙ্গাকারাকে। এদিকে দশকসেরা টেস্ট ক্রিকেটার হতে স্মিথ পেছনে ফেলেন কোহলি, রুট, উইলিয়ামসন, জেমস অ্যান্ডারসন, রঙ্গনা হেরাথ ও ইয়াসির শাহকে।
দশকসেরা হতে কোহলি পেছনে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন, জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স ও কুমার সাঙ্গাকারাকে। এই সময়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ২০৩৯৬ রান করেন কোহলি। গড় ৫৬.৯৭।
এই সময়ে টেস্টে ৮৬ ম্যাচে ৫৩.৬২ গড়ে কোহলি করেন ৭২৪০ রান। সেঞ্চুরি ২৭টি। ২০৮ ওয়ানডেতে ১০ হাজার ৩৮৮ রান করেছেন ৬১.৮৩ গড়ে। সেঞ্চুরি আছে ৩৯টি। আর ৮০ টি-টুয়েন্টিতে ৫০.৩২ গড়। তুলেছেন ২৭৬৮ রান। ২০১১ সালে জিতেছেন বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি।
দশকসেরা টেস্ট ক্রিকেটার হতে স্টিভেন স্মিথ পেছনে ফেলেন কোহলি, রুট, উইলিয়ামসন, জেমস অ্যান্ডারসন, রঙ্গনা হেরাথ ও ইয়াসির শাহকে।
এই সময়ে এ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ৬৯ টেস্টে ৬৫.৭৯ গড়ে করেন ৭০৪০ রান। ২৬টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি ২৮টি।
এর আগে ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার, একই বছর ও ২০১৭ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন স্মিথ।
Discussion about this post