রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ড্রাফট। যেখানে অনেক ক্রিকেটারই খুঁজে পেয়েছেন দল। তবে হতাশ হতে হলো জাতীয় দলের সাবেক তিন তারকা ক্রিকেটারকে। ড্রাফটে অবিক্রীত রয়ে গেলেন মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক আর সাব্বির রহমানের মতো বড় তারকা।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ড্রাফটে ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ নেয়। ফ্র্যাঞ্চাইজিগুলো হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, দুর্দান্ত ঢাকা, খুলনা বরিশাল আর সিলেট সিক্সার্স।
মোট ৭ ক্যাটাগরিতে বিপিএলের ড্রাফটে ছিল ২০৩ দেশি ক্রিকেটারের নাম। সাব্বির-মুমিনুলরা ড্রাফটে থাকলেও তাদের ব্যাপারে আগ্রহ ছিল না কোন ফ্র্যাঞ্চাইজির।
সব ঠিক থাকলে ২০২৪ সালের শুরুতে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর।
ড্রাফটে দল পাননি যারা
মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমান, মুক্তার আলী, সোহাগ গাজী, মুমিনুল হক, রুয়েল মিয়া, আবু জায়েদ রাহী, এনামুল জুনিয়র, অলক কাপালি, জুনায়েদ সিদ্দিকি, জহুরুল ইসলাম অমি, শফিউল ইসলাম, মেহেদী হাসান রানা, শামসুর রহমান শুভ, সানজামুল হক, সাদমান ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, জুবায়ের হোসেন লিখন ও মুনিম শাহরিয়ার।
Discussion about this post