এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টাইগার ভক্তদের জন্য হতাশ করা ঘটনাই ঘটল। দল পেলেন না বাংলাদেশের কোন ক্রিকেটারই। আজ সোমবার আইপিএলের মেগা নিলামে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের নাম উঠেছিল নিলামে। কিন্তু কোন দলই তাদের কিনতে আগ্রহ দেখাল না। আবার সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, লিটন দাস এবং তাসকিন আহমেদকে নিলামেই ডাকা হয়নি!
বাংলাদেশের হয়ে আইপিএলে সবচেয়ে বেশিদিন প্রতিনিধিত্ব করেছেন সাকিব। এবার এই অলরাউন্ডারকে তোলা হলো না নিলামে।
সৌদি আরবের জেদ্দায় মেগা নিলাম নিলাম হতাশই করল মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের এই পেসারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। দ্য ফিজের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।
নিলামে ওঠে বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনের। এই অলরাউন্ডারের ফ্লোর প্রাইস ছিল ৭৫ লাখ রূপি। কিন্তু বিগ ব্যাশে দল (হোবার্ট হারিকেনস) পাওয়া রিশাদকে কিনতেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
রোববার শুরু হয়েছে আইপিএলের মেগা নিলাম। যেখানে ঋষভ পান্তকে ২৭ কোটি রূপিতে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এটি আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড! একই দিন শ্রেয়াস আইয়ার বিক্রি হন ২৬ কোটি ৭৫ লাখ রূপিতে। পাঞ্জাব কিংস নিয়েছে তাকে।
এদিকে বৈভব সূর্যবংশী মাত্র ১৩ বছর ২৪৩ বছর বয়সে পেলেন আইপিএল দল। ৩০ লাখ ভিত্তিমূল্য ছিল তার। ১ কোটি ১০ লাখ রুপিতে রাজস্থান কেনে তাকে। তিনিই আইপিএলের সর্ব কনিষ্ঠ ক্রিকেটার।
Discussion about this post