সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে ছিলেন হট কেক। গত পাকিস্তান সফরে গতির ঝড় তোলা এই পেসারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। বাংলাদেশের আরও দুই ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেনও দল পেয়েছেন পিএসএলে।
লিটন দাসকে করাচি কিংস নিয়েছে সিলভার ক্যাটাগরি থেকে। রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। তবে এই তিন ক্রিকেটারের পিএসএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, তারা এখনো অনাপত্তিপত্র (এনওসি) বা ছুটির জন্য আবেদন করেননি।
শনিবার বিসিবির ইফতার পার্টিতে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন বোর্ড কর্মকর্তারা। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ বলেন,
‘এখনও তারা কেউ (এনওসির জন্য) আবেদন করেনি। আমি যতটুকু জানি, তারা ছুটির জন্যও দরখাস্ত করেনি। তারা যখন আবেদন করবে, তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারব।’
আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর, যা চলবে ১৮ মে পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।
এবারের আসরেই শেষবারের মতো ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট, কারণ আগামী বছর থেকে দুটি দল বাড়ছে।
Discussion about this post