ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ নিয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ হবে কীনা তা জানা যাবে চলতি মাসেই। করোনাভাইরাসের কারণে অনেকেই বিশ্বকাপ পেছানোর পক্ষে। এ অবস্থায় একই কথা বললেন ওয়াসিম আকরাম।
১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক বিশ্বকাপ ঠিক সময়ে আয়োজনের পক্ষে। এ জন্য পরামর্শও দিলেন তিনি। জানালেন দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা মানে আমেজ বিহীন এক আয়োজন। করোনা পরিস্থিতি যখন সব ঠিক হয়ে যাবে। তখন বিশ্বকাপ আয়োজন করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
ওয়াসিম আকরাম জানাচ্ছিলেন, ‘দেখুন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটা সঠিক আইডিয়া নয়। আমি বলতে চাইছি, কিভাবে দর্শক ছাড়া ক্রিকেট বিশ্বকাপ আয়োজন সম্ভব? বিশ্বকাপ মানেই বিশাল দর্শক। নিজেদের দলকে সমর্থন দিতে বিশ্বের নানা জায়গা থেকে সমর্থকরা যান। এটার একটা পরিবেশ আছে। দরজা বন্ধ করে এটা আয়োজন করতে পারেন না।’
আইসিসি অপেক্ষা করবে। পরিস্থিতি ঠিক হলেই বিশ্বকাপ হবে বলে বিশ্বাস পাকিস্তানি এই গ্রেটের। তিনি আরও বলেন, ‘বিশ্বাস করি আইসিসি আরও ভালো সময়ের জন্য অপেক্ষা করবে। যখন এই বিপর্যয় কেটে যাবে আর ভ্রমণ বাধা সরে যাবে তখন তারা একটা ভাল বিশ্বকাপ আয়োজন করা যেতে পারে।’
একইসঙ্গে করোনা পরবর্তী ক্রিকেটে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা ও ঘামের ব্যবহার নিয়েও কথা বলেন ওয়াসিম। এই পেসার বলেন, ‘আমি মনে করি না ফাস্ট বোলাররা লালার ব্যবহার বন্ধ করাটা সহজভাবে নেবে সবাই। তাদের ঘাম ব্যবহার করতে দিবে বলে গাইডলাইনে রয়েছে। কিন্তু এটাও ঠিক বেশি ঘাম ব্যবহার করলে ক্রিকেট বল ভিজে ভারী হয়ে যায়। বুঝে-শুনে সিদ্ধান্ত নিতে হবে।’
Discussion about this post