বড় ম্যাচ মানেই যেন দক্ষিণ আফ্রিকার হার। ‘চোকার্স’ অপবাদটা কিছুতেই আড়াল করতে পারছে না প্রোটিয়ারা। আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘সুপারে টেন’-এ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান করে লঙ্কানরা। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান করে দক্ষিণ আফ্রিকা।
শেষ ওভারে দারুণ উত্তেজনা ছড়িয়েছিল খেলায়। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৫ রান। লাসিথ মালিঙ্গার প্রথম বলেই রান আউট ডেল স্টেইন। দ্বিতীয় বলে ২ রান নিতে গিয়ে রান আউট ডেভিড মিলার। তৃতীয় বলে ইমরান তাহির রান পেলেন না। চতুর্থ বলে তিনি ২ রান নেন। পঞ্চম বলে রান নিতে পারেন নি তাহির। শেষ বলে ছক্কা হাঁকালেন বটে হাঁকালেও লাভ হল না।
এর আগে ব্যাট করতে নেমে তিলকরত্মে দিলশানের পাশাপাশি রান পেলেন না মাহেলা জয়াবর্ধনে (৯) এবং কুমার সাঙ্গাকারা (১৪)। তবে কুশল পেরেরা এবং অ্যাঞ্জলো ম্যাথুসের ব্যাটে ভাল স্কোর গড়ে শ্রীলঙ্কা। কুশল পেরেরা ৪০ বলে ৩ ছক্কা এবং ৬ চারে করেন ৬১। ম্যাথুস ৪৩ রান করেন যান ৩২ বলে। ইমরান তাহির ২৬ রানে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ১৬৫/৭, ২০ ওভার (কুশল ৬১, ম্যাথুস ৪৩, সাঙ্গাকারা ১৪, চান্দিমাল ১২; তাহির ৩/২৬, স্টেইন ২/৩৭, মরকেল ২/৩১)।
দক্ষিণ আফ্রিকা : ১৬০/৮, ২০ ওভার (ডুমিনি ৩৯, কক ২৫, ভিলিয়ার্স ২৪, আমলা ২৩, মিলার ১৯, অ্যালবি মরকেল ১২; সেনানায়েক ২/২২, মালিঙ্গা ১/২৯, কুলাসেকারা ১/২৩)।
ফল : শ্রীলঙ্কা ৫ রানে জয়ী।
ম্যাচসেরা : কুশল পেরেরা।
Discussion about this post