শেষ হলো আলিম দার অধ্যায়। ক্রিকেটের পরিচিত এই মুখ সরে দাঁড়ালেন। আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে তার পথচলা শেষ হলো। বাংলাদেশ ও আয়ারল্যান্ড টেস্ট দিয়ে এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে অধ্যায় শেষ করলেন পাকিস্তানের এই আম্পায়ার।
৫৪ বছর বয়সী আলিম দার চারটি বিশ্বকাপ ফাইনালসহ রেকর্ড ৪৩৯টি পুরুষদের টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন। এবার থামলেন তিনি। ২০০৩ সালে ঢাকার আরেক মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমবার টেস্ট পরিচালনা করেন আলিম। এবার থামলেন ঢাকাতেই।
মিরপুরের শেরেবাংলায় শুক্রবার টেস্ট শেষে তাকে গার্ড অব অনার দিল দুই দলের ক্রিকেটাররা। পুরস্কার প্রদান মঞ্চে বিসিবি তাকে দিল ক্রেস্ট।
২০০৬ আইসিসি ট্রফি ফাইনাল, ২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল এবং ২০১০ ও ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেন। এর মধ্যে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার হন। ২০০২ সালে এলিট প্যানেল চালু করে আইসিসি। দুই বছর পরই এই প্যানেলে উঠে আসেন আলিম দার।
১৯ বছর পর থেমে যাওয়া আলিম দার বলেন, ‘লম্বা পথ পাড়ি দেওয়ার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। এমন কিছু অর্জন করেছি, যা পেশাগত জীবনের শুরুতে স্বপ্নেও দেখিনি। যদিও আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে আমি কাজ চালিয়ে যেতে চাই।’ মানে এলিট প্যানেল ছাড়লেও মাঠে দেখা যেতে পারে তাকে।
টেস্টে এখনও পর্যন্ত রেকর্ড ১৪৫ ম্যাচ পরিচালনা করেছেন আলিম দার। তার ২২৫ ম্যাচ ওয়ানডেতেও রেকর্ড। তিন সংস্করণ মিলিয়ে তিনি আম্পায়ার ছিলেন ৪৩৯ ম্যাচে। এটিও রেকর্ড!
Discussion about this post