এক ম্যাচ পরই ভারতের কাছে হারের ধাক্কা সামলে উঠল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচেই জয় ধরা দিল। পান্না ঘোষ ও রুমানা আহমেদ দু’জনই উৎসবে ভাসালেন দলকে। থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে বাংলাদেশের নারীরা।
সোমবার ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে সোমবার বাংলাদেশ নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান করে। সানজিদা ইসলাম ৩৮ ও ফারজানা হক ১৫ রান করেন। আয়েশা রহমান ২, অধিনায়ক রুমানা ৪, সালমা খাতুন ১০* ও জাহানারা আলম ৯* রান করেন।
জবাব দিতে নেমে থাইল্যান্ডকে ১৮.৩ ওভারে ৫৩ রানেই অলআউট করে দেয় টাইগ্রেসরা।
পান্না ৯ রান দিয়ে নেন ৪ উইকেট। যা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। অধিনায়ক রুমানা ৫ রানে নেন ৩ উইকেট। এটি তারও সেরা। ঝরনা আলম ২টি ও খাদিজাতুল কুবরা ১টি করে উইকেট নিয়েছেন।
Discussion about this post